চট্টগ্রামে গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে যেইভাবে হামলার ঘটনা ঘটিয়াছে, আমরা উহার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মনে করি, সাংবিধানিকভাবে যে কোনো নাগরিকের সমবেত হইবার ও মতপ্রকাশের অধিকার রহিয়াছে এবং কাহারও উপর শারীরিক হামলা স্পষ্টতই ফৌজদারি অপরাধ। বিশেষত নারীর উপর হামলা আরও গুরুতর; বাংলাদেশ কিংবা বৈশ্বিক সংস্কৃতিতেই এইরূপ হামলা কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হইতে পারে না। শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণকারী একজন নারীকে যেভাবে পদাঘাত করা হইয়াছে, উহা অভিযুক্ত ব্যক্তির অন্তর্গত পৈশাচিকতাই স্পষ্ট করিয়াছে।
বস্তুত এই ঘটনার সূচনা হইয়াছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করিয়া। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত পূর্বেকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করিয়া তাঁহাকে খালাস দিবার পরই দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে বামপন্থি ছাত্র সংগঠনগুলি প্রতিবাদ জানাইয়াছিল। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এহেন প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটিয়াছে। বস্তুত বামপন্থি ছাত্র সংগঠনগুলির মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদেই চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে বুধবার সমাবেশ আহ্বান করা হইয়াছিল। সেই সমাবেশেও এক দল যুবকের হামলা শান্তিকামী নাগরিকগণকে বিক্ষুব্ধ না করিয়া পারে না।
মন্দের ভালো, চট্টগ্রামে গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় ইতোমধ্যে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করিয়াছে। প্রশ্ন হইল, হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল? এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও মাজারসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটিয়াছে। সেই সকল হামলার অঘটন দেশব্যাপী সমালোচনার জন্ম দিলেও সরকার সেইগুলি প্রতিরোধ করিতে পারে নাই। আমরা দেখিয়াছি, বিগত আওয়ামী লীগের সময়েও বিরোধী গোষ্ঠীর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটিত। এখনও এহেন ঘটনা অব্যাহত থাকিবার বিষয় অগ্রহণযোগ্য।
চট্টগ্রামে হামলার জন্য গণতান্ত্রিক ছাত্র জোট ছাত্রশিবিরকে দায়ী করিলেও বিবৃতি দিয়া ছাত্র সংগঠনটি তাহাদের সম্পৃক্ততা অস্বীকার করিয়াছে। আমরা মনে করি, কেবল বিবৃতি দিয়া দায়িত্ব সম্পাদনের সুযোগ সামান্যই। বিশেষত যখন দলটি স্বীকার করিয়াছে, হামলাকারী একদা ছাত্রশিবিরের রাজনীতির সহিত সংশ্লিষ্ট ছিল। বিবৃতিতে যথায় দলটি উল্লেখ করিয়াছে, নারীর প্রতি সহিংসতা তাহাদের আদর্শ ও নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি, তথায় তাহাদের সাবেক কর্মী কীভাবে এহেন হামলার দুঃসাহস দেখাইয়াছে! আমরা চাহি, হামলার পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করিয়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক।
দুঃখজনক হইলেও সত্য, জুলাই-আগস্টের আন্দোলনে দেশের ছাত্র সংগঠনগুলির মধ্যকার যেই ঐক্য আমরা প্রত্যক্ষ করিয়াছি, অভ্যুত্থানের পর হইতেই সেই ঐক্যে বৃহৎ ফাটল ধরিয়াছে। বর্তমানে শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংহতি নাই বলিলেই চলে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি ও বিদ্বেষপূর্ণ স্লোগান বিনিময় করিতেছে। শান্তিপূর্ণ সমাবেশে হামলা এবং নারীর প্রতি নৃশংসতা যাহারা চালাইতেছে, এই অনৈক্যের দায় তাহাদের অধিক।
বুধবার সমকালে প্রকাশিত এই সম্পাদকীয় স্তম্ভেই আমরা উল্লেখ করিয়াছি, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাইয়াছেন বটে, কিন্তু একাত্তরে যাহাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হইয়াছিল, তাহাদের ন্যায়বিচারের কী হইবে? উপরন্তু ঐ রায়ের প্রতিবাদে সমাবেশে হামলা ক্ষোভ বৃদ্ধি বৈ হ্রাস করিবে না। যেই কোনো পরিস্থিতিতেই বিপরীত মতাদর্শের উপর হামলা, নিপীড়ন এমনকি তাহাদের নিশ্চিহ্নকরণের মানসিকতা অত্যন্ত ভয়াবহ। চট্টগ্রামে হামলার ঘটনা তাহারই ইঙ্গিত দিতেছে। আমরা প্রত্যাশা করি, শিক্ষাঙ্গনগুলিতে সহাবস্থান নিশ্চিত করা হইবে; ছাত্র সংগঠনগুলির মধ্যে সেই সহনশীলতা থাকিতে হইবে, যাহাতে প্রত্যেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করিতে পারে। তৎসহিত যেই কোনো হামলা বন্ধে প্রশাসনকেও আগাম তৎপর হইতে হইবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত র স গঠনগ ল র ম গণত ন ত র ক কর য় ছ র কর য় হইয় ছ অপর ধ
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে একে অপরকে নানাভাবে দোষারোপ করছে ছাত্র সংগঠনগুলো। সরাসরি নাম উল্লেখ না করে কেউ কাউকে কিছু না বললেও ছাড় দিতে নারাজ তারা।
গত ৩০ অক্টোবর জবি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা জকসু নির্বাচনের বিধিমালা প্রণয়নে প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়ো করেছে বলে অভিযোগ করে।
আরো পড়ুন:
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
রবিবার (২ নভেম্বর) ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে জকসু নির্বাচন পেছাতে নির্বাচন কমিশন ‘বিশেষ উদ্দেশ্যে’ কাজ করছে বলে অভিযোগ করেছেন জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম।
পরে সন্ধ্যায় একই স্থানে ‘জকসু নির্বাচনের আচরণবিধি ও স্পোর্টস কার্নিভাল’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা জাতীয় ছাত্রশক্তি অভিযোগ করে, জকসু নির্বাচন নিয়ে একটি সংগঠন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করতে চাচ্ছে এবং আরেকটি সংগঠন নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচনের সময়ের কাছাকাছি নিয়ে যেতে চাচ্ছে।
রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন একটি বিশেষ কারো ইশারায়, বাইরের প্রেসক্রিপশনে নির্বাচনের খসড়া প্রস্তুত করেছে। আমাদের দাবি, ২৭ নভেম্বরই শিক্ষার্থীদের নিয়ে জকসু নির্বাচন বাস্তবায়ন করা। নির্বাচন কমিশনের সবাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ। তারা ২৭ নভেম্বর নির্বাচন হওয়ার বিষয়টি আগেই জানতো। কিন্তু তবু ১০ ডিসেম্বরকে সামনে রেখে খসড়া রোডম্যাপ তৈরি করেছে। এতে একটি গ্রুপকে সুবিধা দিয়ে অন্যদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে।”
তিনি বলেন, “প্রশাসন ও কমিশন আগে জানিয়েছিল, আইন প্রণয়নের পরই প্রস্তুতি কমিটি গঠনের কাজ শুরু হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা নতুনভাবে সব কাজ করতে চাচ্ছে—যেন নির্বাচন বিলম্বিত হয়। আলোচনার টেবিলে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।”
তিনি আরো বলেন, “একটা পক্ষের সব কথা শোনা হচ্ছে। কিন্তু অন্যদের মতামত গুরুত্ব পাচ্ছে না। এতে স্পষ্ট, নির্বাচন পেছানোর মানসিকতা নিয়েই তারা আলোচনায় বসছে। ১৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের কর্মসূচির কারণে সে সময় নির্বাচন গ্রহণ করা সম্ভব নয়।”
“এ অবস্থায় নির্বাচন কমিশন ১৬ ডিসেম্বরের পর ভোট আয়োজন করতে চাইছে। কিন্তু তখন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে বা ছুটি শুরু হলে জকসু নির্বাচন করা অসম্ভব হয়ে পড়বে,” যুক্ত করেন শিবির সভাপতি।
আপ বাংলাদেশের সঙ্গে প্যানল ঘোষণার বিষয়ে তিনি বলেন, “আমরা ইনক্লুসিভ প্যানেল করতে চাচ্ছি। আমাদের প্যানেলে কারা থাকবেন সেটা এখনো নির্দিষ্ট হয়নি। শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন।”
এ সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিল ও বাইতুল মাল সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে একটি সংগঠন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করতে চাইছে, আরেকটি সংগঠন নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচনের সময়ের কাছাকাছি নিয়ে যেতে চাইছে বলে অভিযোগ করেছে শাখা জাতীয় ছাত্রশক্তি।
অপরদিকে, ‘জকসু নির্বাচনের আচরণবিধি ও স্পোর্টস কার্নিভাল’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “একটি সংগঠন নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, আরেকটি সংগঠন তড়িঘড়ি করে দিতে চাইছে। আমরা চাই এমন একটি নির্বাচন, যেখানে শিক্ষার্থীরা অবাধভাবে অংশ নিতে পারবে এবং সবাই সমান সুযোগ পাবে। নির্বাচন কমিশন যেন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য সময়সূচি ঘোষণা করে এবং কোনো পক্ষের প্রভাবে না পড়ে।”
তিনি বলেন, “নির্বাচন কমিশনের যে সাহসী ও নিরপেক্ষ ভূমিকা দেখানোর কথা, আজকের মতবিনিময় সভায় আমরা তা দেখতে পাইনি।”
জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আমরা সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমরা চাই না যে ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে হঠাৎ নির্বাচন অনুষ্ঠিত হোক। অন্যদিকে, ছাত্রশিবির দ্রুত নির্বাচন চায়, আর ছাত্রদল সেটি পেছাতে চায়—যা নির্বাচনী পরিবেশকে জটিল করে তুলছে। জাতীয় নির্বাচন ও জকসু নির্বাচন একই সময়ে পড়লে তা প্রশাসনিকভাবেও বড় চ্যালেঞ্জ তৈরি করবে।”
এর আগে, গত ৩০ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছিলেন, “আমাদের প্রত্যাশা ছিল প্রশাসন একটি আধুনিক, যুগোপযোগী ও বাস্তবসম্মত জকসু নীতিমালা প্রণয়ন করবেন। কিন্তু আমরা দেখেছি, প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়ো করেছে, যা হতাশাজনক।”
তিনি বলেছিলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবার জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই এটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হোক—যাতে জকসু শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের মুক্ত মঞ্চে পরিণত হয়, কোনো দলীয় প্রভাবের শিকার না হয়।”
ঢাকা/লিমন/মেহেদী