সাবেক মন্ত্রী আবদুর রহমানসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 29th, May 2025 GMT
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুর রহমান এবং তাঁর স্ত্রী মির্জা নাহিদা হোসেনসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন।
আবদুর রহমান ও তাঁর স্ত্রীর বিষয়ে দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, ছয় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। তাঁদের ১৬টি ব্যাংক হিসাবে ২৬ কোটি টাকা লেনদেন হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করলে আদালত তা অনুমোদন করেন।
সাবেক এসপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
গাজীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, তাঁর স্ত্রী জিনিয়া ফারজানা, মেয়ে কাজী আরিয়া বিনতে শফিক ও কাজী আনুশা বিনতে শফিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়েছে, গাজীপুরের সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁরা সপরিবার বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) সাবেক চেয়ারম্যান শেখ নাসির হোসেন ও কর্মকর্তা শামসুল আরেফিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, শেখ নাসির ও শামসুল আরেফিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত