কুমিল্লার সাবেক সংসদ সদস্য আনোয়ার উল আজিম মারা গেছেন
Published: 31st, May 2025 GMT
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আনোয়ার উল আজিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আনোয়ার উল আজিম বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো কুমিল্লা-৯ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সাল পর্যন্ত ওই আসন থেকে দলটির মনোনয়ন পান তিনি। তাঁর মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার সকালে লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনির আহমেদ বলেন, গত পরশু রাজধানীর দক্ষিণ কাফরুলের বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আঘাত পান আনোয়ার উল আজিম। এতে তাঁর নাক ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তাঁর মৃত্যুতে কুমিল্লা-৯ আসনে বিএনপির নেতা-কর্মীসহ সবাই একজন বিশ্বস্ত অভিভাবক হারালেন।
মনির আহমেদ জানান, আজ সকালে ঢাকার মহাখালী নিউ ডিওএইচএসে ও দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হয়েছে। এরপর তাঁর মরদেহ কুমিল্লায় আনা হবে। এখানেও তাঁর একাধিক জানাজা হবে। মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরিফপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের মনোহরগঞ্জ উপজেলার ̄খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন:
নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান
আখাউড়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খিলা বাজার এলাকায় মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির নীলাচল পরিবহণের যাত্রীবাহী বাস পিছন থেকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলে যাত্রী শাহ আলম (৬৫) মারা যায়। তিনি খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অটোরিকশা চালক বাদলকে (১৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমানকে (৬২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/রুবেল/বকুল