যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৭ থেকে ৯ নভেম্বর আয়োজিত হবে তিন দিনব্যাপী ‘রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো, নিউইয়র্ক ২০২৫’। আয়োজকেরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের আবাসন খাতের সেতুবন্ধন তৈরিতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক্সপো উপলক্ষে এরই মধ্যে মেলার স্থান পরিদর্শন করেছেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান ইমদাদুল হক, প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ ও রিহ্যাবের সদস্য যুক্তরাষ্ট্রের প্রবাসী সাইদুল ইসলাম। সেখানে তাঁরা স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, নিউইয়র্ক পুলিশ, সাংবাদিক ও বাংলাদেশি প্রেসক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলীম উল্লাহ বলেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তাদের স্টলের অর্থ জমা দিতে পারেনি। তাই পবিত্র ঈদুল আজহার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের অনুরোধে অর্থ জমার সময়সীমা ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এক্সপোতে অংশ নেবে বাংলাদেশের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি। তারা দেশের নানা আবাসন প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরবে। এ ছাড়া থাকবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকেরা বলছেন, এই আয়োজন প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের আবেগঘন সংযোগ তৈরি করবে।

রিহ্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে সর্বশেষ নিউইয়র্কে রিহ্যাব আয়োজনে আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। সেই হিসাবে এক যুগ পর আবারও নিউইয়র্ক মেলা আয়োজন করতে যাচ্ছে রিহ্যাব।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন উইয়র ক

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কের ম্যানহাটানে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। আরও বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, একজন পুলিশ কর্মকর্তাকে ‘আঘাত’ করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র।

যদিও নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পরবর্তী সময় বলেন, তিনি একজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার—কোনোটাই করতে পারছেন না।

পুলিশ জানায়, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। যদিও তাঁর নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

এক্সে পোস্ট দিয়ে পুলিশ কমিশনার জেসিকা টিসচ লিখেন, এ মুহূর্তে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একমাত্র সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন নারী নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি তখন পাশেই ছিলাম। তিনি (বন্দুকধারী) একের পর এক ফ্লোরে ঘুরছিলেন।’

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে।

ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো করা হয়েছে। আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক ও উৎসুক জনতাকে দূরে সরিয়ে দিয়েছে।

ম্যানহাটানের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাহলে কি ফিলিস্তিনের প্রতি সমর্থন গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষায় পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • নিউ ইয়র্কে গুলিতে নিহত রতনের কুলাউড়ার বাড়িতে শোকের ছায়া 
  • নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত দিদারুলের কুলাউড়ার বাড়িতে শোকের ছায়া
  • তিনি ছিলেন আমাদের গর্ব—নিহত দিদারুলকে নিয়ে বললেন নিউইয়র্কের মেয়র
  • নিউইয়র্কের ম্যানহাটানে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫
  • উগান্ডায় মামদানির বিয়ের অনুষ্ঠানে জমকালো আয়োজন, ছিল মুখোশধারী নিরাপত্তারক্ষী