গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ১৫
Published: 1st, June 2025 GMT
গাজার রাফাহ শহরে একটি নতুন মানবিক সহায়তা বিতরণকেন্দ্রে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) স্থানীয় চিকিৎসক ও বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রাফাহের স্থানীয় সাংবাদিক মোহাম্মদ গারিব বিবিসিকে বলেন, “মার্কিন অর্থায়নে পরিচালিত একটি মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে রবিবার ভোরে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিল, ঠিক তখনই ইসরায়েলি ট্যাংকগুলো এগিয়ে এসে জনতার উপর গুলি চালায়।”
আরো পড়ুন:
গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ: জাতিসংঘ
বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’
স্থানীয় সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীরা রাফাহের আল-মাওয়াসি এলাকার একটি রেড ক্রস ফিল্ড হাসপাতালে মরদেহ ও আহত ব্যক্তিদের গাধার গাড়িতে করে নিয়ে যাওয়ার ভয়াবহ ফুটেজ শেয়ার করেছেন, কারণ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।
গারিব বিবিসি বলেন, “ইসরায়েলি ট্যাংকগুলো উপস্থিত হয়ে গুলি চালানোর কিছুক্ষণ আগে, স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে আল-আলম চৌরাস্তার কাছে ফিলিস্তিনিদের ভিড় জড়ো হয়েছিল।”
গারিব বলেন, “নিহত ও আহতরা দীর্ঘক্ষণ মাটিতে পড়ে ছিলেন। উদ্ধারকারীরা ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করতে পারেননি। এর ফলে বাসিন্দারা গাধার গাড়ি ব্যবহার করে আহতদের ফিল্ড হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন।”
রেড ক্রস ফিল্ড হাসপাতালের একজন চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, ১৫টি মরদেহ এবং ৫০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসক আরো জানান, উন্নত চিকিৎসার জন্য হতাহতদের খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তরের চেষ্টা চলছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের সংখ্যা ১০০ জনেরও বেশি। তিনি বলেন, “ত্রাণ নিতে আসা হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ট্যাংক থেকে গোলাবর্ষণ ও গুলিবর্ষণের ফলে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ১০০ জন আহত হয়েছেন।”
বিবিসি বলছে, এই ঘটনাটি রাফাহের ভয়াবহ মানবিক পরিস্থিতি প্রকাশ করে, যেখানে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানে সাহায্য ও জরুরি পরিষেবার প্রবেশাধিকার মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।
এর আগে গত মঙ্গলবারও (২৭ মে) ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ভিড় সামলাতে না পেরে গুলি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছিলেন।
গাজায় প্রায় ৮০ দিন ধরে খাবার, ওষুধ, পানি, জ্বালানিসহ সব ধরনের সরবরাহে ইসরায়েলি নিষেধাজ্ঞার পর ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় খুবই সীমিত সংখ্যক আন্তজার্তিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, যেটিকে ‘সমুদ্রের এক ফোঁটা’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত একটি নতুন সংস্থা ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ গত সপ্তাহ থেকে গাজায় নির্ধারিত স্থানে খাবার বিতরণ শুরু করেছে। হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ এনে ইসরায়েল নতুন এই পরিকল্পনা তৈরি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে হামাস।
ক্ষুধার্ত ফিলিস্তিনের চাপে মার্কিন ও ইসরায়েল সমর্থিত নতুন এই ত্রাণ বিতরণ কেন্দ্রের শৃঙ্খলা প্রায়শই ভেঙে পড়ছে। ফলস্বরূপ ফিলিস্তিনিদের ভিড়ের উপর গুলিবর্ষণ করছে ইসরায়েলি সেনবাহিনী।
গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, তথাকথিত বাফার জোনে ত্রাণ বিতরণের জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর পরিকল্পনা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েল ও হামাসের কাছে যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দিয়েছেন।
হামাস মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ১৮ জন মৃত জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত।
তবে হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি প্রত্যাহার এবং মানবিক সাহায্যের ধারাবাহিক প্রবাহের নিশ্চয়তার দাবিও পুনর্ব্যক্ত করেছে। এর কোনোটিই টেবিলে থাকা চুক্তিতে নেই।
উইটকফ বলছেন, হামাসের দাবিগুলো ‘অগ্রহণযোগ্য’ এবং এটি ‘যুদ্ধবিরতির সম্ভাবনাকে পিছনের দিকে নিয়ে যাবে’। তিনি জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রস্তাবই ‘আগামী দিনগুলোতে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার একমাত্র উপায়।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল প রস ত ব তরণ ইসর য
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা, হাসপাতাল বন্ধ
চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক দাফনের সময় নড়ে ওঠা এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয় শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় আগামী দুই দিনের মধ্যে রোগীদের অন্যত্র স্থানান্তর করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালটিতে নানা অবৈধ কার্যক্রম চলে আসছে। ওই নবজাতকের জন্মও হয় এই হাসপতালে। জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা করার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের এবং পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নবজাতককে কবরস্থানে নিয়ে আসা ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবর স্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী।
এদিকে দি ইউনাইটেড হাসপাতালে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, “হাসপাতালে এসে ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কোন সাড়া মিলেনি। চিকিৎসক নেই, হাসপাতালের প্যাথলজি ও ওটির সঠিক পরিবেশ নেই। একই সাথে পোস্ট অপারেটিভ রোগীর জন্য কোন সুব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্রও নবায়ন নেই।”
তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সীলগালা করা হয়েছে। একই সাথে রোগীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযানে পরিচালিত কার্যক্রম সিভিল সার্জন বরাবর প্রদান করা হবে। সিভিল সার্জন হাসপাতালের নিবন্ধন বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।”
এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালত শেষে হাসপাতালের ড্রাগ সনদসহ যাবতীয় কার্যক্রম পরীক্ষা করে দেখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
ঢাকা/অমরেশ/এস