আইপিএলে আজ যেসব মাইলফলক ছুঁতে পারেন রোহিত-আইয়াররা
Published: 1st, June 2025 GMT
হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানস নাকি শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস—কোন দল উঠবে আইপিএল ফাইনালে, সেটি নিশ্চিত হবে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে।
আহমেদাবাদ গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যক্তিগত অনেক কীর্তিও গড়তে পারেন দুই দলের খেলোয়াড়েরা। রোহিত শর্মা, আইয়ারদের সামনে আজ যেসব মাইলফলক ছোঁয়ার হাতছানি—হার্দিক পান্ডিয়া: আইপিএলে ১৫০ ছক্কা থেকে একটু দূরে
মুম্বাই অধিনায়ক পান্ডিয়া এখন পর্যন্ত আইপিএলে ছক্কা মেরেছেন ১৪৮টি। যে ছন্দে আছেন, তাতে পান্ডিয়ার কাছ থেকে আজ দুটি ছক্কা ভক্তরা আশা করতেই পারেন। সর্বশেষ গুজরাটের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ৯ বলে তাঁর ২২ রানের ইনিংসটি শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে। সেদিন মেরেছিলেন তিনটি ছক্কা।
রোহিত শর্মা: টি–টোয়েন্টিতে ৫৫০ ছক্কার হাতছানি‘হিটম্যান’খ্যাত রোহিতের স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৫৫০ ছক্কার মাইলফলক ছুঁতে দরকার আর তিনটি। আজ কি রোহিত তিনটি ছক্কা মারতে পারবেন? গুজরাটের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৮১ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন চারটি ছক্কা। আজ একটি ছক্কা কম মারলেও চলবে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের, ১০৫৬টি।
আরও পড়ুনধারাবাহিকতার ছিটেফোঁটাও নেই, ধবলধোলাই কি এড়ানো সম্ভব১ ঘণ্টা আগেসূর্যকুমার যাদব: ৫ ছক্কা দূরেচলতি মৌসুমে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলা সূর্যকুমারের মুম্বাইয়ের হয়ে ছক্কা ১৪৫টি। গত ম্যাচে তিনি ছক্কা মেরেছেন তিনটি। আজ কয়টি মারবেন? চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬৭৩ রান করেছেন সূর্য।
প্রিয়াংশ আর্য: আইপিএলে ৫০টি চার থেকে ১টি দূরেপ্রিয়াংশ আর্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের
২৮ নভেম্বর, ২০০৬—এদিন খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। ১৯ বছর পর আজ বাংলাদেশ খেলতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি কাকতালীয়ভাবে বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার লড়াই।
আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ।
১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয় পেতে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে মাইলফলক ছোঁয়ার ম্যাচগুলোতে দলের আগের কীর্তি।
শততম টি–টোয়েন্টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ।