আইপিএলে আজ যেসব মাইলফলক ছুঁতে পারেন রোহিত-আইয়াররা
Published: 1st, June 2025 GMT
হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানস নাকি শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস—কোন দল উঠবে আইপিএল ফাইনালে, সেটি নিশ্চিত হবে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে।
আহমেদাবাদ গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যক্তিগত অনেক কীর্তিও গড়তে পারেন দুই দলের খেলোয়াড়েরা। রোহিত শর্মা, আইয়ারদের সামনে আজ যেসব মাইলফলক ছোঁয়ার হাতছানি—হার্দিক পান্ডিয়া: আইপিএলে ১৫০ ছক্কা থেকে একটু দূরে
মুম্বাই অধিনায়ক পান্ডিয়া এখন পর্যন্ত আইপিএলে ছক্কা মেরেছেন ১৪৮টি। যে ছন্দে আছেন, তাতে পান্ডিয়ার কাছ থেকে আজ দুটি ছক্কা ভক্তরা আশা করতেই পারেন। সর্বশেষ গুজরাটের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ৯ বলে তাঁর ২২ রানের ইনিংসটি শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে। সেদিন মেরেছিলেন তিনটি ছক্কা।
রোহিত শর্মা: টি–টোয়েন্টিতে ৫৫০ ছক্কার হাতছানি‘হিটম্যান’খ্যাত রোহিতের স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৫৫০ ছক্কার মাইলফলক ছুঁতে দরকার আর তিনটি। আজ কি রোহিত তিনটি ছক্কা মারতে পারবেন? গুজরাটের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৮১ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন চারটি ছক্কা। আজ একটি ছক্কা কম মারলেও চলবে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের, ১০৫৬টি।
আরও পড়ুনধারাবাহিকতার ছিটেফোঁটাও নেই, ধবলধোলাই কি এড়ানো সম্ভব১ ঘণ্টা আগেসূর্যকুমার যাদব: ৫ ছক্কা দূরেচলতি মৌসুমে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলা সূর্যকুমারের মুম্বাইয়ের হয়ে ছক্কা ১৪৫টি। গত ম্যাচে তিনি ছক্কা মেরেছেন তিনটি। আজ কয়টি মারবেন? চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬৭৩ রান করেছেন সূর্য।
প্রিয়াংশ আর্য: আইপিএলে ৫০টি চার থেকে ১টি দূরেপ্রিয়াংশ আর্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের প্রথম ৫ লাখ কোটি ডলারের কোম্পানি এনভিডিয়া
চিপ কোম্পানি এনভিডিয়ার অগ্রযাত্রা চলছেই। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রাণভোমরা হচ্ছে এই চিপ। ফলে এনভিডিয়ার ব্যবসায়িক বিকাশই এখন প্রযুক্তি খাতের স্বাভাবিক ঘটনা। সে সুবাদে কোম্পানিটি একের পর এক সমৃদ্ধির মাইলফলক অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে।
সফলতার ধারাবাহিকতায় জেনসেন হুয়াং প্রতিষ্ঠিত এই কোম্পানি গত বুধবার বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ কোটি মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইলফলক স্পর্শ করেছে। খবর অ্যারাবিয়ান বিজনেসের।
বাজার মূলধন ৫ ট্রিলিয়ন ডলারে ওঠার খবরে বুধবার এনভিডিয়ার শেয়ারের দর ২ দশমিক ৯৯ শতাংশ বেড়ে যায়। এই দাম বাড়ার ফলে দিন শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ৫ দশমিক শূন্য ৩ ট্রিলিয়ন বা ৫ লাখ ৩ হাজার কোটি মার্কিন ডলার।
এক মাইলফলক থেকে আরেক মাইলফলক অর্জন করতে এনভিডিয়ার তেমন একটা সময় লাগছে না। ২০২৩ সালের জুন মাসে কোম্পানিটি প্রথম এক ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের বাজার মূলধনের মাইলফলক স্পর্শ করে। তার ২৯ মাসের মাথায় কোম্পানিটি ৫ লাখ কোটি ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলল।
এক লাখ কোটি ডলারের বাজার মূলধন থেকে দুই লাখ কোটি ডলারে পৌঁছাতে এনভিডিয়ার সময় লেগেছিল ১৮০ দিন। এরপর দুই লাখ কোটি ডলার থেকে তিন লাখ কোটি ডলারে যেতে লেগেছে মাত্র ৬৬ দিন। সর্বশেষ চার লাখ কোটি ডলার থেকে পাঁচ লাখ কোটি ডলারে পৌঁছাতে সময় লেগেছে ৭৮ দিন।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানের ঢেউয়ে চেপে এগিয়ে চলেছে এনভিডিয়া—যে প্রবণতা শুরু হয়েছে ২০২২ সালের শেষ দিকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালুর পর থেকে। চলতি বছরে এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫০ শতাংশের বেশি বেড়েছে। আর গত পাঁচ বছরে বেড়েছে ১ হাজার ৫০০ শতাংশের বেশি। সেই তুলনায় এ বছর এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে মাত্র ১৭ শতাংশ ও ন্যাসডাকে ২৩ শতাংশ।
বিশ্বব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে এনভিডিয়ার বাজার মূলধন যুক্তরাষ্ট্র ও চীন ছাড়া এখন বিশ্বের যেকোনো দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের জিডিপির আকার ২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার, আর চীনের জিডিপি ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার। এর পেছনে জার্মানির অবস্থান। সে দেশের জিডিপির আকার ৪ দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলার।
কোম্পানিস মার্কেট ডট কমের তথ্যানুসারে, বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে মাইক্রোসফট; তাদের বাজার মূলধন ৪ লাখ ২৫ হাজার কোটি ডলার। ৪ লাখ কোটি ডলারের বাজার মূলধন নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাপল। ৩ লাখ ৩২ হাজার কোটি ডলার নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যালফাবেট। ২ লাখ ৪৫ হাজার কোটি ডলার নিয়ে পঞ্চম স্থানে আছে অ্যামাজন।