সেনাবাহিনীর কাছে শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন এনসিপি ও বিএনপি নেতারা
Published: 2nd, June 2025 GMT
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ও উদ্ভূত পরিস্থিতির যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপি ও বিএনপি নেতারা। এ ছাড়া রংপুরে এমন কোন অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক থাকার কথাও জানান তারা।
রোববার রাত ১০টার দিকে রংপুর স্টেডিয়ামের অস্থায়ী সেনাক্যাম্পে এক আলোচনায় তারা এমন প্রতিশ্রুতি দেন। সেই আলোচনায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমসহ গণমাধ্যমকর্মীরা।
আলোচনায় রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জাতীয় পার্টির সম্প্রতি কিছু অশালীন বক্তব্যের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিলে অনেকেই লাঠিসোটা হাতে নিয়েছিল। সেই প্রেক্ষিতে উত্তেজনা তৈরি হয়। আগামীতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা সজাগ ও সতর্ক থাকবো।
মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, রংপুরে সম্প্রতি একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে আমাদের বিএনপির দু’জন জড়িত ছিল। তারা এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং আগামীতে এমন ঘটনার সাথে সম্পৃক্ত না হওয়ার কথাও জানিয়েছেন। আমরা বিএনপির নেতারা সে বিষয়টা খেয়াল রাখবো।
সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, সম্প্রতি রংপুরে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। স্থির চিত্র ও ভিডিতে যাদের দেখেছি তাদের শনাক্তের ব্যপারে সহযোগিতা চেয়েছিলাম। নেতৃবৃন্দ বিষয়টি পজেটিভলি নিয়েছেন। রংপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে তারা সচেতন থাকবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। আমরা সেটা বিশ্বাস করতে চাই।
তিনি আরও বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা করতে চায়, আমরা তাদের জন্য অনেক কঠোর। এসময় রংপুরকে শান্তিপূর্ণ রাখতে সকলকে সবধরণের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরস্থ বাসভবনে হামলার ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে এই আলোচনায় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
অসুস্থ যুবদল নেতা শহিদুলকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন সজল ও সাহেদ
\নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য অসুস্থ মোহাম্মদ শহিদুল ইসলামকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদসহ যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বার ওয়ার্ডের মিজমিজি বাতেন পাড়াস্থ অসুস্থ যুবদল নেতা শহিদুল ইসলামের বাসভবনে যান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। এসময়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার ও শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক মো. ওসমান গনি, নাসিক ৭ নং ওয়ার্ড যুবদল নেতা মো. সোহেল, ১নং ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম ভুট্টু, ৭নং ওয়ার্ড যুবদল নেতা মো. রুবেল, ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. জাহিদ, ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. রুবেল, নাসিক ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. হাসান, মো. সাগর হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।##