ইয়ামাল নন, কে হলেন চ্যাম্পিয়নস লিগের সেরা তরুণ খেলোয়াড়
Published: 2nd, June 2025 GMT
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত অসাধারণ ফুটবল খেলেছেন লামিনে ইয়ামাল। গোল ও অ্যাসিস্টে বার্সেলোনাকে সহায়তা করার পাশাপাশি সৃষ্টিশীল ফুটবলে আনন্দও দিয়েছেন দর্শককে। ধারণা করা হচ্ছিল, বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জিতলে বা ফাইনালে খেললে সেরা খেলোয়াড় কিংবা সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তাঁর হাতেই উঠবে।
কিন্তু সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে বার্সার হারে কোনোটাই জুটল না ইয়ামালের। চ্যাম্পিয়নস লিগের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজির দেজিরে দুয়ে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুয়ের সতীর্থ উসমান দেম্বেলে। ব্যক্তিগত সেরার এই দুই স্বীকৃতি হাতছাড়া করলেও চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে জায়গা হয়েছে ইয়ামালের। শনিবার ২০২৪–২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরদিন এই পুরস্কার ও সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা।
বার্সার হয়ে অসাধারণ ফুটবল খেলা ইয়ামাল এবারের চ্যাম্পিয়নস লিগে ১৩ ম্যাচে গোল করেছেন ৫টি, সঙ্গে ছিল ৪টি অ্যাসিস্ট। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে গোল পেয়েছেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার।
আরও পড়ুনইন্টারকে গোলের মালা পরিয়ে ইউরোপ–সেরার মুকুট পিএসজির৩১ মে ২০২৫কিন্তু তাঁর এই পারফরম্যান্স বার্সাকে ফাইনালে নেওয়ার জন্য যথেষ্ট হয়নি। সেমিতে ইন্টারের কাছে দুই লেগ মিলিয়ে ৭–৬ ব্যবধানে হেরে বিদায় নেয় বার্সা। দল ফাইনালে যেতে না পারাতেই ব্যক্তিগত পর্যায়ে পিছিয়ে পড়েছেন ইয়ামাল।
অন্যদিকে ১৯ বছরস বয়সী দুয়েও ইয়ামালের সমান ৫ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। ইয়ামালের চেয়ে ম্যাচের হিসাবে ৩ ম্যাচ বেশি খেললেও মিনিটের হিসাবে আবার কম সময় মাঠে ছিলেন। ইয়ামাল মাঠে ছিলেন ১ হাজার ১০৩ মিনিট আর দুয়ে মাঠে ছিলেন ৭৪০ মিনিট।
জোড়া গোল করে ফাইনালের সেরা খেলোয়াড় দেজিরে দুয়ে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ র স ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আবারো জামায়াতের আমির হলেন শফিকুর রহমান
আবারো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো তিনি এই পদে নির্বাচিত হলেন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।
আরো পড়ুন:
হাসপাতালের নতুন ভবন চালুতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত
নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ ঘোষণা করেন।
এর আগে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্য) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ