পিএসজি ও ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দিয়ে ইউরোপের লিগ মৌসুমে শেষ হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আছেন খেলোয়াড়রা। এরপরই ৩২ দল নিয়ে নতুন ফরম্যাটে ১৪ জুন থেকে শুরু হবে ফিফার ক্লাব বিশ্বকাপ প্রতিযোগিতা।
বিশ্বকাপের মতো করে বিশ্বের বিভিন্ন মহাদেশের সেরা দলগুলো অংশ নেবে এই ক্লাব টুর্নামেন্টে। এক মাসের টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে। চলতি বছরের ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ২০২৯ আসরে জায়গা নিশ্চিত করে ফেলেছে চার দল।
এর মধ্যে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি সরাসরি পরবর্তী ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। একইভাবে ২০২৭ ও ২০২৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ২০২৯ সালে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের টিকিট হাতে পাবে।
এশিয়া অঞ্চল থেকে ক্লাব বিশ্বকাপের টিকিট পেয়েছে আল আহলি। সৌদি আরবের ক্লাবটি সদ্য শেষ হওয়া এশিয়ান ফুটবলের মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আফ্রিকা অঞ্চল থেকে ওই সুযোগ পেয়েছে গেছে মিশরের পিরামিডস। তারা কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন অব আফ্রিকা’র চ্যাম্পিয়ন হয়েছে।
২০২৯ সালের ক্লাব বিশ্বকাপে জায়গা পাওয়া অন্য দলটি হচ্ছে মেক্সিকোর ক্রুজ আজুল। তারা কনকাকাফ চ্যাম্পিয়ন হয়ে ফিফার টুর্নামেন্টে জায়গা পেয়েছে। ক্রুজ আজুল সোমবার কনকাফের ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যানকোভার হোয়াইটক্যাপসকে ৫-০ গোলে হারিয়ে মরক্কোয় অনুষ্ঠেয় ২০২৯ সালের আসরের টিকিট হাতে পেয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ফ ক ল ব ব শ বক প ক ল ব ব শ বক প
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগ: কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল
ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মানেই তো এক বিরাট উৎসব। আর সেই উৎসবের মঞ্চ হতে পারাটাও বিশাল ব্যাপার। উয়েফার এক বিবৃতিতে জানা গেছে, ২০২৮ সালে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের মাঠে। তার ঠিক পরের বছর, অর্থাৎ ২০২৯ সালের ফাইনালের আয়োজক হওয়ার দৌড়ে মুখোমুখি লন্ডন স্টেডিয়ামের ওয়েম্বলি ও বার্সেলোনার নবসাজে সজ্জিত ক্যাম্প ন্যু স্টেডিয়াম।
ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্য দেশগুলোর মধ্যে যেসব সংস্থা ফাইনাল আয়োজনের আগ্রহ দেখিয়েছে, সেই তালিকা তৈরি হয়েছে। যে তালিকা থেকেই বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যে গুঞ্জন ছিল—নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে, তা অন্তত ২০৩০ সালের আগে হচ্ছে না।
২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হওয়ার জন্য একমাত্র প্রার্থী মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা