বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে নগর ভবনের তালা খোলা হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি করপোরেশনের কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সোমবার নগর ভবনে গিয়ে দেখা যায়, মূল ফটক ও সব বিভাগে তালা ঝুলছে। ফটকের ভেতরে অবস্থান নিয়ে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং কর্মচারীরা বিক্ষোভ করছেন। তারা ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন। দিনভর সেখানে অবস্থান করেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সব সেবা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবেন। 

ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক মো.

কামাল হোসেন সমকালকে বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাই, অবিলম্বে গেজেট বাস্তবায়ন করে ইশরাক হোসেনকে দায়িত্ব দিন। অন্যথায় বাধ্য হব কঠোর আন্দোলনে যেতে।’ ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ১৪ মে থেকে টানা আন্দোলনে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। করপোরেশনের কর্মকর্তারা অঘোষিত ছুটিতে আছেন। 

সংবিধান লঙ্ঘনের অভিযোগ
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে না দিয়ে সংবিধান ভঙ্গ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকারের সচিব ও উপদেষ্টারা সংবিধান ভঙ্গ করেছেন। সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে। সংবিধানে আরও বলা হয়েছে, নির্বাহীরা নির্বাচন কমিশনকে সকল কাজে সহযোগিতা করবেন। এক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ইশর ক হ স ন ড এসস স ইশর ক

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ