২০২৪ আইপিএলে রেকর্ডটি গড়েছিলেন অভিষেক শর্মা। এক মৌসুমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৪২টি ছক্কা মারার রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনারের। আজ আইপিএল ফাইনালে সেই রেকর্ড ভাঙার হাতছানি পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সামনে।

পাঞ্জাব অধিনায়ক আইয়ারের এবারের আইপিএলে ছক্কা ৩৯। যে ছন্দে আছেন আইয়ার, তাতে ৪টি ছক্কা তাঁর কাছে মামুলি ব্যাপার। সর্বশেষ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেই তিনি ছক্কা মেরেছেন ৮টি। আইয়ারের অপরাজিত ৮৭ রানে তারা মুম্বাই ইন্ডিয়ানসের ২০৩ রান তাড়া করে জিতেছে। ফাইনালে আইয়ার ৩টি ছক্কা মেরে রেকর্ড তো গড়তেই পারেন!

আরও পড়ুনআইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল৩ ঘণ্টা আগে

ফাইনালে আইয়ারের পারফরম্যান্স কেমন? এর আগে ভারতীয় এই ক্রিকেটার আইপিএল ফাইনাল খেলেছেন দুবার। আইপিএল প্রথমবার খেলেন ২০২০ সালে। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেই ম্যাচে ৫০ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন আইয়ার। সেই ফাইনালে মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছিল আইয়ারের দিল্লি। ওই ইনিংসে আইয়ার ছক্কা মারেন দুটি।

সর্বশেষ ম্যাচে ৮৭ রানে অপরাজিত ছিলেন আইয়ার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইয় র র ন আইয় র ফ ইন ল র কর ড

এছাড়াও পড়ুন:

তানোরে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এসব টাকা চুরির অভিযোগে আরজেদ আলী ওরফে কুরহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জোড়পাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুরহানের বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগেই কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তার টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এ সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।

মোবাইল ফোনে কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। মঙ্গলবার রাতেই কুরহানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তার। তবে, এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, কুরহান চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ