ব্যবসার ডিজিটাল রূপান্তরে সহায়তা করতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। বাংলাদেশের বিভিন্ন এন্টারপ্রাইজকে ডিজিটালভাবে ক্ষমতায়নের চলমান উদ্যোগের অংশ হিসেবে এই অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় করপোরেট সংযোগ, যানবাহন ট্র্যাকিং সিস্টেম এবং আরও বেশ কয়েকটি ব্যবসায়িক সমাধানসহ বিভিন্ন সেবা দেবে বাংলালিংক, যা আইসিসি কমিউনিকেশন লিমিটেডের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রাহক বৃদ্ধি এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে সহায়তা করবে। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত টাইগার্স ডেনে (বাংলালিংক প্রধান কার্যালয়) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের পরিচালক রুবাইয়াত এ তানজিন এবং আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

রুবাইয়াত এ তানজিন বলেন, ‘সেরা ডিজিটাল সমাধান প্রদান করার মাধ্যমে এন্টারপ্রাইজ গ্রাহকদের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে বাংলালিংক। ইনোভেটিভ ডিজিটাল অপারেটর হিসেবে আমরা বিভিন্ন এন্টারপ্রাইজের জন্য অপারেশনাল দক্ষতা, উন্নত কানেকটিভিটি সুবিধা এবং ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইসিসি কমিউনিকেশনের সঙ্গে চুক্তি এই খাতের অংশীদারদের জন্য উদ্ভাবনী ও কার্যকর পরিষেবা প্রদানের সক্ষমতার প্রতিফলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানকে উপকৃত করবে এবং নিজেদের আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।’

সাইফুল ইসলাম বলেন, ‘বাংলালিংকের সঙ্গে এই অংশীদারত্ব ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং আইএসপি প্রোভাইডারদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস আইস স ক ষমত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ