পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
Published: 5th, June 2025 GMT
পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এরই মধ্যে আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে তালবিয়া- লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক (আমি হাজির, হে আল্লাহ! আমি আপনার ডাকে সাড়া দিতে হাজির)। এই তালবিয়া পাঠের মধ্য দিয়েই হজের আনুষ্ঠানিকতায় প্রবেশের ঘোষণা দেয়া হয়। তাই একে হজ-ওমরার শ্লোগান হিসেবে অভিহিত করা হয়। তালবিয়া পাঠ আল্লাহর তাওহিদ বা একত্ববাদ চর্চার দৃশ্যমান ইবাদত ও আমল।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৫ লাখের বেশি মুসলমান হজ পালনের জন্য মক্কার পার্শ্ববর্তী মিনায় সমবেত হয়েছেন। হাজিদের জন্য সেখানে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন তাঁবু প্রস্তুত করা হয়েছে। হাজিরা তাঁদের নিজ নিজ তাঁবুতে নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদত পালন করছেন।
মক্কা নগরী থেকে মিনায় অবস্থান করার পর, আজ ফজরের নামাজ আদায় করে হাজিরা রওনা হয়েছেন আরাফাতের ময়দানে। সেখানে তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এই সময়টিতে তাঁরা মগ্ন থাকবেন আল্লাহর জিকির, দোয়া ও মোনাজাতে। সূর্যাস্তের পর সবাই একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। এরপর তাঁরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশে। সেখানে পৌঁছে রাতযাপন করবেন এবং শয়তানকে পাথর মারার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন।
সৌদি গেজেটের খবরে আরো বলা হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কড়া নিরাপত্তার মধ্যে হজ পালন করতে আসা মুসল্লীদের সমন্বিত পরিষেবা এবং মাঠ পরিকল্পনার সূক্ষ্ম বাস্তবায়নে নজর দিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে ৮ হাজারের বেশি বাস মক্কা থেকে হজযাত্রীদের তাদের ক্যাম্পে পৌঁছে দিয়েছে।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান বৈজ্ঞানিক গবেষণা ও ইফতা বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখ বুধবার তাঁর বাসভবনে ধর্মীয় ফতোয়া প্রার্থীদের গ্রহণ করেন। তিনি হজ পালন করতে আসা মুসল্লীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচজন বিশিষ্ট আলেমকে দায়িত্ব দিয়েছেন।
এএফপির খবরে বলা হয়, হজ পালন করতে আসা লাখ লাখ মানুষের নিরাপত্তায় ১৫ হাজারেরও বেশি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা মক্কা নগরীকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চলছে নজরদারি, আকাশে উড়ছে ড্রোন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব র জন য আল ল হ করব ন
এছাড়াও পড়ুন:
অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের
চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সম্প্রতি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকেছিলেন মাইকেল। গাড়িটি আসার পর দরজা খুলে ভেতরে ঢুকতে যেতেই বাধল বিপত্তি। ‘অতিরিক্ত মোটা’ হওয়ায় চালক তাঁকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। ওই প্ল্যাটফর্মে তাঁর ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তাঁর কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত।
মাইকেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তাঁর গাড়িতে আমাকে নেওয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাইকেল উবারের গাড়িচালককে বলছেন, ‘আপনি এইমাত্র বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’
বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেওয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।
উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।
এই ঘটনা ভাইরাল হওয়ার পর উবার চালকের আচরণের তীব্র সমালোচনা করেছেন অনেকে।