প্রথমবার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্য মৌসুমের মতো এবারো দারুণ খেলেছেন বিরাট কোহলি। আইপিএলের বড় তারকা হয়ে উঠেছেন শ্রেয়াস আইয়ার। গত বছর কেকেআরকে শিরোপা জিতিয়েছেন। এবার ১১ বছর পর পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন নেতৃত্বে ও ব্যাটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে।
গুজরাটের জার্সিতে জস বাটলার ভালো মৌসুম পার করেছে। গত মৌসুমে দারুণ খেলার পরও রাজস্থান রয়েল তাকে ছেড়ে দিয়েছিল। প্রিয়ংশি আরিয়া আলো কাড়লেও সাই সুদর্শন ছিলেন বেশি নির্ভার। বাজে শুরু করা দলকে প্লে অফে তুলতে ভালো ভূমিকা রেখেছেন মুম্বাইয়ের সূর্যকুমার যাদব।
দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হওয়ার দায় মাথা পেতে নিয়ে মুম্বাইয়ের নেতৃত্বভার ছেড়ে দিলেও হার্ডিক পান্ডিয়া ব্যাটে-বলে দারুণ এক অলরাউন্ডারের ভূমিকা পালন করেছেন। বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন তারই ভাই ক্রুনাল পান্ডিয়া। তরুণ উইকেটরক্ষক জিতেশ শর্মা এবারের আইপিএলের এক ব্রেক থ্রু।
বোলিংয়ে জাসপ্রিত বুমরাহকে সেরার তালিকায় রাখতেই হবে। রশিদ খানের পড়তি মৌসুমে আলো কেড়েছেন তরুণ আফগান লেগ স্পিনার নুর আহমেদ। প্রসিদ্ধ কৃষ্ণা তিন বছর পর আইপিএলে ফিরে সর্বাধিক উইকেট দখল করে পার্পল ক্যাপ পেয়েছেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে জস হ্যাজলউডও জায়গা পেয়েছেন ক্রিকইনফোর সেরা আইপিএলে দলে।
ক্রিকইনফোর সেরা আইপিএল দল: সাই সুদর্শন (গুজরাট), বিরাট কোহলি (বেঙ্গালুরু), জস বাটলার (গুজরাট), সূর্যকুমার যাদব (মুম্বাই), শ্রেয়াস আইয়ার (পাঞ্জাব), হার্ডিক পান্ডিয়া (মুম্বাই), জিতেশ শর্মা (উইকেটরক্ষক, বেঙ্গালুরু), ক্রুনাল পান্ডিয়া (বেঙ্গালুরু), নুর আহমেদ (চেন্নাই), জাসপ্রিত বুমরাহ (মুম্বাই), প্রসিদ্ধ কৃষ্ণা (গুজরাট), জস হ্যালজউড (বেঙ্গালুরু)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল আরস ব
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।