বৃষ্টিতে কোরবানির পশুর দাম কমার আশঙ্কা ব্যবসায়ীদের
Published: 5th, June 2025 GMT
কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলো জমে উঠেছে।
তবে বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঈদের আর একদিন বাকি থাকলেও বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার উপস্থিতি কম। ফলে বৃষ্টির কারণে দাম কমে যাওয়ার আশঙ্কায় পশু বিক্রেতারা।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তর শাহজাহানপুর, তেজগাঁও ও মেরুল বাড্ডার হাট ঘুরে এ তথ্য জানা গেছে। পশু বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে হাটে তুলনামূলক লোক সমাগম কম। ফলে প্রত্যাশা অনুযায়ী ক্রেতারা দাম বলছেন না। বৃষ্টি হলে দাম পড়ে যায়, আবার রোদ উঠলে দাম বাড়ে। তাই বৃষ্টি কমার আশায় রয়েছেন পশু বিক্রেতারা। বৃষ্টি না হলে কোরবানির পশু বেচাকেনা জমে উঠবে।
আরো পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জে কোরবানিতে ৯০০ কোটি টাকার পশু বাণিজ্য
সরবরাহ বেড়েছে, তাই গরুর দাম কম: স্বরাষ্ট্র উপদেষ্টা
এদিকে, গত কয়েক দিনের তুলনায় আজ হাটে গরু দাম কিছুটা কম বলে মনে করেন কোরবানির পশু কিনতে আসা কিছু ক্রেতা। আবার অনেক ক্রেতাই বলছেন, এখনও চড়া দাম হাঁকা ছাড়ছেন না পশু বিক্রেতারা।
এখনো কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, ময়মনসিংহ, মাদারীপুর, ও ফরিদপুর থেকে ট্রাকে করে বিভিন্ন হাটে গরু-ছাগল নিয়ে আসছেন কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। হাট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে রাখা হচ্ছে পশুগুলো। বৃষ্টির মধ্যে কাদা-পানি থেকে গরুকে রক্ষা করতে দাঁড়ানোর জায়গা উঁচু করা হয়েছে, ত্রিপল ও পলিথিন দিয়ে উপরে দেওয়া হয়েছে ছাউনি। আর হাটে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তে বুথ বসানো হয়েছে।
উত্তর শাহজাহানপুরে চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ী মো মনির বলেন, “হাটে গরু নিয়ে হাটে এসেছি ২৬টি। এ পর্যন্ত ১৫টা বিক্রি হয়েছে। বাকি আছে ১১টা। গরুগুলো বড় আকারের। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় সেগুলো দ্রুত বিক্রি হয়ে গেছে। তবে বৃষ্টির কারণে গরুর দাম কমে যাওয়ার আশঙ্কায় আছি।”
মেরুল বাড্ডায় সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী ফজল আহমেদ। তিনি বলেন, “সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে ক্রেতা কমে যাওয়ার দামও প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছি না।”
দক্ষিণ বনশ্রী থেকে মেরুল বাড্ডা হাটে নাতিকে নিয়ে গরু কিনতে এসেছেন আমিনুর রহমান। দর-দাম করে ৮২ হাজার টাকায় গরু কিনেছেন। গরুটি এই দামে কিনতে পেরে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, “মেরুল বাড্ডা হাটে দরদাম করে কিনতে পারলে প্রত্যাশা অনুযায়ী পশু কেনা যাচ্ছে। বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে। যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি। তাই আজকেই গরু কিনে ফেললাম।”
ঢাকা/এনটি/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক রব ন র হ ট ক রব ন র দ ম কম ব যবস
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা