৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন হয়েছে দেশের সব সিটি করপোরেশন
Published: 7th, June 2025 GMT
কোরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি বলেন, সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
এর আগে, দুপুর ২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
এ সময় তিনি বলেছিলেন, দুই সিটিতেই আজ রাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। সিটি করপোরেশন নির্ধারিত যে সময় বেধে দিয়েছে, আশা করছি এর মধ্যেই তারা বর্জ্য অপসারণের কাজ শেষ করতে পারবে। পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে নগরবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।
জানা গেছে, এবার সব মিলিয়ে দেশের ১২টি সিটি করপোরেশনে ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস পরিশ্রমে সফলভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করেন এবং ৮৫০টির মতো যানবাহন ব্যবহার করা হয় বর্জ্য পরিবহনের কাজে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ৪৭৭ জনের নামে-বেনামে আরেক মামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাসবিরোধ আইনে ৭৭ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের হয়েছে।
এ নিয়ে প্রাণঘাতী ওই সংঘাতের ঘটনায় মোট মামলা দায়ের হলো ১৫টি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান নতুন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধ আইনে নামে ও বেনামে ৪৭৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সাবেক ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ, সাবেক কাউন্সিলর মোল্যা রনি হোসেন কালু আসামিদের মধ্যে উল্লেখযোগ্য।
১৬ জুলাইয়ের সহিংস ঘটনার পর থেকে সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থানায় পাঁচটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা হলো। দায়ের করা মোট ১৫টি মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামি করা হয়েছে।
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতায় পাঁচজন নিহত হন। সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক।
ঢাকা/বাদল/রাসেল