Prothomalo:
2025-08-02@06:29:20 GMT

নেইমারের মড়ার উপর খাঁড়ার ঘা

Published: 8th, June 2025 GMT

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। চোটজর্জর নেইমার এবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে। আর নতুন এই ধাক্কা বিপর্যস্ত নেইমারকে আরও কোণঠাসা করে দিল। নেইমারের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব সান্তোস।

চোটের কারণে ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ মিস করেছেন নেইমার। ২০২২ বিশ্বকাপের পর থেকে চোটের থাবা যেন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। আল হিলালে যোগ দেওয়ার পর দেড় বছরের মতো মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

গত জানুয়ারিতে আল হিলাল ছেড়ে নেইমার চলে আসেন সান্তোসে। সেখানেও অবস্থা প্রায় একই রকম। শৈশবের ক্লাবে ফিরে এখন পর্যন্ত কেবল ১২ ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাঁর।

আরও পড়ুনহাত দিয়ে গোল করলেন নেইমার, রেফারি দেখালেন লাল কার্ড০২ জুন ২০২৫

সাম্প্রতিক সময়ে অবশ্য চোট কাটিয়ে ফেরার চেষ্টায় ছিলেন নেইমার। এর মধ্যে ব্রাজিলিয়ান লিগ সিরি ‘আ’তে সান্তোসের সর্বশেষ ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি। সেই ম্যাচে যদিও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। আর এবার এসব বিপদের সঙ্গে যুক্ত হলো করোনার আঘাত।

নেইমারের হতাশা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫০.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথইস্ট ব্যাংকের ২০.৪৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৬.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩.১১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ ও পূবালী ব্যাংকের ১১.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ