বাজেট নিয়ে স্বাভাবিকভাবেই এর আগে ও পরে অনেক আলোচনা হয়। বাজেটের আগে সব খাতের অংশীজনই তাদের স্ব-স্ব খাতের জন্য প্রত্যাশিত বরাদ্দ দাবি করেন। শিক্ষা খাত নিয়েও এমন বিস্তর আলোচনা হয়। গত ২৯ এপ্রিল সিরডাপে এমনই এক আলোচনায় বলেছিলাম, এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং হয়তো শেষ বাজেটও। সে জন্য এ সরকার শিক্ষা বাজেটে এমন উদাহরণ সৃষ্টি করুক, যা পরবর্তী সরকারগুলোর জন্য অনুসরণীয় হয়ে থাকবে। বাস্তবে এবারের বাজেটে সেই পুরোনো ধারাই দেখলাম। অন্তত শিক্ষা বাজেটের ক্ষেত্রে তা-ই বলা যায়।
২ জুন অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপনের আগেই সংবাদমাধ্যমে খবর হয়, প্রাথমিক শিক্ষায় বরাদ্দ কমছে আর মাদ্রাসা ও কারিগরিতে বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা– যা আগের বছরের মূল বাজেটের তুলনায় কিছুটা কমেছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কিছুটা বেড়েছে। আমি মনে করি না, এই কিছু বরাদ্দ বাড়ানো বা কমানোর মধ্যে কোনো অংশকে বেশি বা কম গুরুত্ব দেওয়া হয়েছে। বরং সার্বিকভাবে গোটা শিক্ষা খাতই যে অবহেলিত থাকছে, সে আলাপটা জরুরি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রস্তাবিত বাজেটে বরাদ্দ পেয়েছে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা, যা আগের বছরের মূল বাজেটে ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা।
মনে রাখতে হবে, আমাদের প্রাথমিক শিক্ষা যেমন জরুরি, তেমনি মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা কিংবা উচ্চশিক্ষা কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। সামগ্রিকভাবে আমরা দেখছি, বরাদ্দ জিডিপির ২ শতাংশেরও কম। অথচ শিক্ষা বাজেটের আলোচনায় এলেই আমরা ইউনেস্কোর নির্দেশনা অনুযায়ী জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দের কথা বলি। মোট বাজেটের শতাংশ হিসেবে দেখলেও ১২ শতাংশের বৃত্তেই ঘুরপাক খায় শিক্ষা বাজেট। এখানে ২০ শতাংশ বরাদ্দের দাবি করা হয়। এবার শিক্ষার দুই মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি মোট বাজেটের ১২ দশমিক ১ শতাংশ আর জিডিপির ১ দশমিক ৫৩ শতাংশ।
তার মানে শিক্ষা খাতে বরাদ্দ আগের মতো যেই লাউ সেই কদুই আছে। যার ফলে অন্তর্বর্তী সরকারের কাছে উদাহরণ সৃষ্টি করার যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। অবশ্য বাস্তবতাও অস্বীকার করা যাবে না। অর্থ উপদেষ্টা যথার্থই বলেছেন, হঠাৎ করে বিপ্লবী বাজেট করে বাস্তবায়ন করা যায় না। তারপরও শিক্ষা বাজেটে অন্তর্বর্তী সরকার আরও সদিচ্ছা দেখাতে পারত। শ্রেণিকক্ষ নির্মাণসহ অন্যান্য অবকাঠামো এবং পাঠ্যবই দেওয়া বলা চলে শিক্ষার রুটিন কাজ। সেগুলো জরুরি বটে। অর্থমন্ত্রীর বক্তৃতায়ও তা এসেছে। কিন্তু এর বাইরে অন্তর্বর্তী সরকার শিক্ষার জন্য বিশেষ কী উপহার দিয়ে যাচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে স্কুল ফিডিং কর্মসূচি তাৎপর্যপূর্ণ বলা যায়। এ কর্মসূচি অনেকদিন ধরে বন্ধ আছে। সরকার যেহেতু এ খাতে ২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, সেহেতু এটি শিগগিরই শুরু হবে বলে আশা করা যায়। এটি ভর্তির হার ও শিশুর পুষ্টিতে সাহায্য করার প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী। কলম শিক্ষক-শিক্ষার্থীর জরুরি অনুষঙ্গ। সেখানে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ার বিষয়টি ইতিবাচক। কিন্তু শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত যে কর্মসংস্থান, সেখানেও জোর দেওয়া দরকার ছিল। বেকারত্বের বিশাল বোঝার মধ্যে সরকারের চাকরিকেন্দ্রিক চিন্তা আরও জোরালো হওয়া দরকার ছিল।
আমাদের শিক্ষার সব পর্যায়েই নানামুখী সংকট রয়েছে। বিশেষ করে মানের সংকট প্রবল। সে জন্যই শিক্ষাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষায় জিডিপির ৪ শতাংশ কিংবা বাজেটের ২০ শতাংশ বরাদ্দ দেওয়া এবং যথাযথভাবে তার বাস্তবায়নের বিষয়টি আগামী দিনের অগ্রাধিকার হওয়া উচিত।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
mahfuz.
manik@gmail.com
উৎস: Samakal
কীওয়ার্ড: বর দ দ র জন য সরক র
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নবীনগরে গুলিবিদ্ধ ৩
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ