দেশের সিনেমা যেন নতুন এক যুগে পদার্পণ করল। হলিউড–বলিউডের মতো এবার বাংলাদেশের সিনেমায়ও জায়গা পেল বড় তারকাদের অতিথি চরিত্র। সিনেমার বাইরে ঈদের অতিথি চরিত্র নিয়েই এখন দর্শকেরা বেশি আলোচনা করছেন। ঢালিউড দর্শকেরা প্রশংসা করছেন দুই সিনেমার তিন অতিথি চরিত্র নিয়ে, যা দর্শকের জন্য ছিল বাড়তি পাওয়া।

‘চারদিকে এখন শুধু একটাই আলোচনা; সিনেমার অতিথি চরিত্র। এটা সাড়া ফেলেছে ঢালিউডে’, ফেসবুকে লিখেছেন শিহাবুদ্দিন নামের এক দর্শক। তিনি লিখেছেন, ‘সুড়ঙ্গ সিনেমায় দর্শক চমক হিসেবে পেয়েছিল মাসুদ চরিত্রকে, যে সামান্য ইলেকট্রিশিয়ান হয়ে ব্যাংক লুট করে। তাকে আবার সিনেমায় দেখে বেশ অবাক হয়েছি। মাসুদ এবার ঝড় হয়ে ফিরছে। মিখাইল বনাম মাসুদ কনফ্লিক্ট হয়তো রাফীর পরবর্তী সিনেমায় জমে যাবে। বাংলা সিনেমায় এটাই এত দিন খুঁজেছি।’

তাণ্ডব সিনেমায় অতিথি চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়ে দীর্ঘ সময় ভক্তরা আলোচনা করেছেন। মুক্তির আগে প্রযোজনা প্রতিষ্ঠান এটা নিয়ে মুখ খোলেনি। সিনেমা দেখতে গিয়ে দর্শকেরা বড় ধরনের চমক পেয়েছেন। সাব্বির নামের এক ভক্ত লিখেছেন, ‘সিনেমায় অতিথি চরিত্র থাকায় ভালো লেগেছে। সবাই মিলেমিশে কাজ করলে ইন্ডাস্ট্রি ভালো একটা জায়গায় দাঁড়াবে। কিন্তু এটা এমনটা হওয়া উচিত নয় যে মূল চরিত্রকে ছোট করে অতিথি চরিত্রকে বড় করে দেখতে হবে। শাকিব খান অন্য পর্যায়ে পৌঁছে গেছেন। শাকিব খানকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতেই হবে। হিংসা করে প্রাপ্য সম্মানটুকু না দিলে আরেকটি শাকিব খান তৈরি হবে না।’

শোনা যাচ্ছে, তাণ্ডব-এ অতিথি চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন আরেক নায়ক সিয়াম আহমেদ। সিনেমায় তাঁর চরিত্রের উপস্থিতি ও উপস্থাপন দর্শক পছন্দ করেছেন। আদনান নামের একজন ‘ঈদে দেখা এখন পর্যন্ত কোনো সিনেমা থেকে পাওয়া সেরা উপহার। সিয়াম আহমেদের উপস্থিতি অসাধারণ। এমন চরিত্র নিয়ে আরও বেশি সিনেমা হোক। তাহলে দর্শক আরও বেশি হলমুখী হবেন। সিনেমায় নতুনত্ব আসবে। সবার সিনেমাটি দেখা উচিত।’

ঈদে হলসংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শরীফুল রাজ অভিনীত সিনেমা ইনসাফ। এই সিনেমা নিয়েও ভক্তদের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। সিনেমার শো–সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। ভক্তদের চমকে দিয়েছে এই সিনেমায় চঞ্চল চৌধুরীর স্বল্প সময়ের উপস্থিতি। হাসনা রোজি নামের এক ভক্ত লিখেছেন, ‘অনেক মারামারি আছে এই সিনেমায়। কিন্তু গল্পটা কেমন, সেটাই দেখতে আসা। আর ফারিণ প্রথম কেমন অভিনয় করল, সেটা দেখতে আসছি। এসে দেখি, চঞ্চল চৌধুরীও রয়েছেন। এসব চমক দারুণ লাগে। শাহরুখ, আমির খানদের মতো আমাদের সিনেমায়ও বড় তারকার অতিথি চরিত্র নিয়মিত আসুক। এটা একটি রোমাঞ্চ তৈরি করে। নানা বৈচিত্র্য নিয়ে দেশের সিনেমা এগিয়ে যাক।’ ইনসাফ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চর ত র ন য় ন ম র এক কর ছ ন উপস থ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ