নিজেদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) এর উদ্বোধনী অনুষ্ঠানে আইফোন, আইপ্যাড, ম্যাক, এয়ারপডস, ভিশন প্রোসহ সব সব যন্ত্রের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনার পাশাপাশি নতুন নকশা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এ সম্মেলনের শুরুতেই অ্যাপল তাদের সফটওয়্যারে একসঙ্গে বিভিন্ন পরিবর্তন আনার কথা জানিয়েছে। এবারের সম্মেলনে দেওয়া উল্লেখযোগ্য ঘোষণাগুলো জেনে নেওয়া যাক—

১.

অপারেটিং সিস্টেমে বছরভিত্তিক সংস্করণ নাম

অ্যাপল তাদের সব অপারেটিং সিস্টেমে সংস্করণ নম্বরের পরিবর্তে এখন থেকে প্রকাশের বছরের নাম ব্যবহার করবে। নতুন সংস্করণগুলোর নাম রাখা হয়েছে আইওএস ২৬, আইপ্যাডওএস ২৬, ম্যাকওএস ২৬, ওয়াচওএস ২৬, টিভিওএস ২৬ এবং ভিশনওএস ২৬। এগুলো চলতি বছরের শেষ নাগাদ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

২. নতুন লিকুইড গ্লাস থিম

অ্যাপলের সব প্ল্যাটফর্মে এখন থেকে দেখা যাবে নতুন ‘লিকুইড গ্লাস’ থিম। এতে বাটন, স্লাইডার, টেক্সট ফিল্ড এবং অন্যান্য নিয়ন্ত্রণ উপাদান স্বচ্ছ হবে। আইওএস ২৬–এর লকস্ক্রিনেও এই নকশার প্রভাব দেখা যাবে। ফলে ওয়ালপেপারের পেছনে তারিখ, সময় ও নোটিফিকেশনের তথ্য আরও পরিষ্কারভাবে দেখা যাবে।

৩. ক্যামেরা, সাফারি ও ফোন অ্যাপে আধুনিক রূপ

আইওএস ২৬ এ ক্যামেরা অ্যাপের নকশা সরল করা হয়েছে। এখন শুধু ‘ফটো’ ও ‘ভিডিও’ এই দুটি মূল অপশন দেখা যাবে। স্লো মোড ও সিনেম্যাটিকের মতো অন্যান্য মোড স্ক্রিনে সোয়াইপ করে পাওয়া যাবে। সাফারি ব্রাউজারে ওয়েবপেজ পুরো পর্দাজুড়ে দেখাবে। ফোন অ্যাপে এখন ফেবারিট, রিসেন্ট কল এবং ভয়েসমেইল একসঙ্গে এক প্যানেলে থাকবে।

৪. আইপ্যাডওএস ২৬: নতুন উইন্ডো

আইপ্যাডে এখন একাধিক অ্যাপ একসঙ্গে চালানো আরও সহজ হবে। নতুন উইন্ডো ব্যবস্থাপনায় অ্যাপের আকার ছোট–বড় করা যাবে, একাধিক উইন্ডো একসঙ্গে খোলা যাবে এবং স্ক্রিনে সরিয়ে নিয়ে যাওয়া যাবে। এতে আইপ্যাডের অভিজ্ঞতা অনেকটাই ম্যাকের মতো হবে। এ ছাড়া ‘প্রিভিউ’ নামের একটি অ্যাপও যুক্ত হচ্ছে আইপ্যাডে।

৫. আইমেসেজ অ্যাপের চ্যাটের পটভূমি পরিবর্তন ও নতুন সুবিধা

আইমেসেজ অ্যাপের গ্রুপ চ্যাটে এখন থেকে পোল তৈরি করা যাবে। অপরিচিত প্রেরকের বার্তা এখন মূল তালিকা থেকে আলাদা ফোল্ডারে যাবে। নতুনভাবে গ্রুপ টাইপিং ইনডিকেটরও যুক্ত হয়েছে।

৬.  নতুন গেমস অ্যাপ

অ্যাপল একটি নতুন ‘গেমস’ অ্যাপ চালু করছে। যেখানে অ্যাপল আর্কেডসহ সব ডাউনলোড করা গেম একসঙ্গে দেখা যাবে। এতে থাকবে ‘প্লে টুগেদার’ নামের একটি ফিচার, যার মাধ্যমে বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলা যাবে।

৭. ম্যাকওএস তাহো ২৬

ম্যাকওএসের নতুন সংস্করণ ‘তাহো ২৬’ এ ফাইল, অ্যাপ, মেসেজ খুঁজে পাওয়ার পাশাপাশি সরাসরি ই–মেইল পাঠানো বা নোট তৈরি করা যাবে। নতুনভাবে ম্যাকেও ফোন ও গেমস অ্যাপ যুক্ত হচ্ছে। আইফোনের ‘লাইভ অ্যাক্টিভিটি’র সমর্থনও আসছে ম্যাকে।

৮. ভিশন প্রোতে প্লেস্টেশন ভিআর২ কন্ট্রোলার সমর্থন

অ্যাপলের ভিশন প্রো হেডসেটে এবার সনি প্লেস্টেশনের ‘ভিআর২ সেন্স’ কন্ট্রোলার ব্যবহারের সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে আরও বেশি ভার্চ্যুয়াল রিয়েলিটি গেম খেলা যাবে। কন্ট্রোলারটির মাধ্যমে ব্যবহারকারীরা চোখের মণি নড়াচড়া করেই গেমের বিভিন্ন দৃশ্য পরিবর্তন বা স্ক্রল করতে পারবেন।

৯. অ্যাপল ইন্টেলিজেন্স

আইওএস ২৬ এ স্ক্রিনশট নেওয়ার বোতাম চেপে নতুন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করা যাবে। এতে ব্যবহারকারী পর্দায় যা দেখছেন, তা নিয়ে প্রশ্ন করা বা অনুরূপ ছবি বা পণ্য গুগল বা ইটসিতে খুঁজে পাওয়া যাবে।

১০. ওয়াচওএস ২৬

ওয়াচওএস ২৬ অপারেটিং সিস্টেমে চলা অ্যাপল ওয়াচে হাত নেড়েই নোটিফিকেশন সরানোর সুবিধা মিলবে। শুধু তা–ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘ওয়ার্কআউট বাডি’ সুবিধা কাজে লাগিয়ে   শরীরচর্চার বিভিন্ন পরামর্শও পাওয়া যাবে।

১১. বার্তা, কল ও ফেসটাইমে লাইভ অনুবাদ

আইওএস ২৬ এ লাইভ ট্রান্সলেশন সুবিধা যুক্ত হয়েছে। এখন মেসেজে পাঠানো বার্তা, ফোনকলে বলা কথা ও ফেসটাইম ভিডিওতে সরাসরি ক্যাপশনসহ অনুবাদ দেখানো যাবে।

১২. এয়ারপডসে ছবি তোলার সুবিধা

এয়ারপডস ৪ ও এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীরা এখন স্টেমে ট্যাপ করে আইফোনের ক্যামেরায় ছবি তুলতে পারবেন। এ ছাড়া উন্নত ভয়েস আইসোলেশন প্রযুক্তির মাধ্যমে ব্যস্ত পরিবেশেও স্টুডিও গুণমানের ভয়েস রেকর্ড করা যাবে।

সূত্র: দ্য ভার্জ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইপ য ড ব যবহ র একসঙ গ অ য পল

এছাড়াও পড়ুন:

৭ উপাচার্যের অংশগ্রহণে গোবিপ্রবিতে শিক্ষা সমাপনী

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবম ব্যাচের (নবনীতক ৯) শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সমাপনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের বিদায় বেলায় এক মঞ্চে আসীন হন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান সাত উপাচার্য।

বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় একাডেমিক ভবন প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, খুলনা কৃষি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন তারেক।

আরো পড়ুন:

নতুনবাজারের সেই রনির বুলেটের যন্ত্রণা আজো থামেনি

শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা 

এক মঞ্চে একইসঙ্গে এতজন উপাচার্যকে পেয়ে সমাপনী ব্যাচসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “এভাবে একসঙ্গে পুরো সেশনের শিক্ষা সমাপনী আয়োজনের আইডিয়াটি অত্যন্ত চমৎকার। এতে করে একটি ব্যাচের একইসঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ ঘটে। যেখানে সবার একসঙ্গে পরীক্ষা হয়, রেজাল্ট প্রকাশ হয় এবং কোনো সেশন জট থাকে না। আমি এই আইডিয়াটি আমার নিজ বিশ্ববিদ্যালয়েও বাস্তবায়নের চেষ্টা করব।”

খুলনা কৃষি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান বলেন, “আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এখানে এসেছি সংহতি জানানোর জন্য। আমি নবম ব্যাচের শিক্ষার্থীদের জীবনে সফলতা কামনা করছি।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বিসিএস দেওয়া, বিভিন্ন সেক্টরে কাজ করা বা ব্যবসা করার লক্ষ্য থাকে। তবে জীবনে কোনো না কোনো কিছু করতেই হবে। এক্ষেত্রে অবসর বলে কোনো শব্দ থাকা উচিত নয়।”

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “আমি যখন দেশের বাইরে পড়াশোনা করতাম, তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমি কখনোই দেখিনি। আর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের মঞ্চে কখনো একসঙ্গে সাতজন উপাচার্যকেও বসতে দেখিনি, এটা অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর করে দেখিয়েছেন।”

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, “আমরা যদি আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে চিন্তা করি, আমাদের চাকরি খোঁজার পাশাপাশি এমন কিছু করার মানসিকতা রাখতে হবে, যা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।”

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আতিয়ার রহমান বলেন, “শিক্ষা সমাপনী মানেই সব সম্পর্ক ছিন্ন করা নয়। বিশ্বে এমন অনেক নজির আছে, যেখানে অ্যালামনাই থেকে উপাচার্য নিয়োগ হয়েছে। তাই নিজেকে বিস্তৃত পরিসরে মেলে ধরে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার দায়িত্ব নিতে হবে।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, “নিজেকে চেনাই সবচেয়ে বড় শিক্ষা। আর শিক্ষার্থীদের কর্মজীবনই বলে দেবে, তারা বিশ্ববিদ্যালয় জীবনে কতটা জ্ঞান অর্জন করেছে।”

প্রধান অতিথিরি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আগত উপাচার্যদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। একইসঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরাও আমাদের লক্ষ্য। আমরা জানিয়ে দিতে চাই, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়াতে চায় এবং অচিরে দাঁড়াবেই।”

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ইউজিসির দুইটি হিট প্রকল্প পেয়েছি এবং ভবিষ্যতে আরো পাব। আমরা আশা করছি, বি ক্যাটাগরি থেকে আগামী অর্থবছরের আগেই আমাদের বিশ্ববিদ্যালয়টি এ ক্যাটাগরিতে উন্নীত হবে।”

গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে এতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, সব অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও প্রাধ্যক্ষগণ, দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

শিক্ষা সমাপনী উপলক্ষে বুধবার ছাত্রদের কালার ফেস্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

ঢাকা/রিশাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতের কাছে তেল বিক্রি করতে পারে পাকিস্তান, খোঁচা দিলেন ট্রাম্প
  • কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর ডিনার, গুঞ্জন
  • শিক্ষার্থী সাজিদ স্মরণে ইবিতে ব্যতিক্রমী আয়োজন
  • ৭ উপাচার্যের অংশগ্রহণে গোবিপ্রবিতে শিক্ষা সমাপনী
  • আমির খানের বাসায় একসঙ্গে ২৫ পুলিশ কর্মকর্তা, উঠছে নানা প্রশ্ন