ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস সম্মেলনে নতুন যেসব ঘোষণা দিল অ্যাপল
Published: 10th, June 2025 GMT
নিজেদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) এর উদ্বোধনী অনুষ্ঠানে আইফোন, আইপ্যাড, ম্যাক, এয়ারপডস, ভিশন প্রোসহ সব সব যন্ত্রের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনার পাশাপাশি নতুন নকশা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এ সম্মেলনের শুরুতেই অ্যাপল তাদের সফটওয়্যারে একসঙ্গে বিভিন্ন পরিবর্তন আনার কথা জানিয়েছে। এবারের সম্মেলনে দেওয়া উল্লেখযোগ্য ঘোষণাগুলো জেনে নেওয়া যাক—
১.অপারেটিং সিস্টেমে বছরভিত্তিক সংস্করণ নাম
অ্যাপল তাদের সব অপারেটিং সিস্টেমে সংস্করণ নম্বরের পরিবর্তে এখন থেকে প্রকাশের বছরের নাম ব্যবহার করবে। নতুন সংস্করণগুলোর নাম রাখা হয়েছে আইওএস ২৬, আইপ্যাডওএস ২৬, ম্যাকওএস ২৬, ওয়াচওএস ২৬, টিভিওএস ২৬ এবং ভিশনওএস ২৬। এগুলো চলতি বছরের শেষ নাগাদ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
২. নতুন লিকুইড গ্লাস থিমঅ্যাপলের সব প্ল্যাটফর্মে এখন থেকে দেখা যাবে নতুন ‘লিকুইড গ্লাস’ থিম। এতে বাটন, স্লাইডার, টেক্সট ফিল্ড এবং অন্যান্য নিয়ন্ত্রণ উপাদান স্বচ্ছ হবে। আইওএস ২৬–এর লকস্ক্রিনেও এই নকশার প্রভাব দেখা যাবে। ফলে ওয়ালপেপারের পেছনে তারিখ, সময় ও নোটিফিকেশনের তথ্য আরও পরিষ্কারভাবে দেখা যাবে।
৩. ক্যামেরা, সাফারি ও ফোন অ্যাপে আধুনিক রূপআইওএস ২৬ এ ক্যামেরা অ্যাপের নকশা সরল করা হয়েছে। এখন শুধু ‘ফটো’ ও ‘ভিডিও’ এই দুটি মূল অপশন দেখা যাবে। স্লো মোড ও সিনেম্যাটিকের মতো অন্যান্য মোড স্ক্রিনে সোয়াইপ করে পাওয়া যাবে। সাফারি ব্রাউজারে ওয়েবপেজ পুরো পর্দাজুড়ে দেখাবে। ফোন অ্যাপে এখন ফেবারিট, রিসেন্ট কল এবং ভয়েসমেইল একসঙ্গে এক প্যানেলে থাকবে।
৪. আইপ্যাডওএস ২৬: নতুন উইন্ডোআইপ্যাডে এখন একাধিক অ্যাপ একসঙ্গে চালানো আরও সহজ হবে। নতুন উইন্ডো ব্যবস্থাপনায় অ্যাপের আকার ছোট–বড় করা যাবে, একাধিক উইন্ডো একসঙ্গে খোলা যাবে এবং স্ক্রিনে সরিয়ে নিয়ে যাওয়া যাবে। এতে আইপ্যাডের অভিজ্ঞতা অনেকটাই ম্যাকের মতো হবে। এ ছাড়া ‘প্রিভিউ’ নামের একটি অ্যাপও যুক্ত হচ্ছে আইপ্যাডে।
৫. আইমেসেজ অ্যাপের চ্যাটের পটভূমি পরিবর্তন ও নতুন সুবিধাআইমেসেজ অ্যাপের গ্রুপ চ্যাটে এখন থেকে পোল তৈরি করা যাবে। অপরিচিত প্রেরকের বার্তা এখন মূল তালিকা থেকে আলাদা ফোল্ডারে যাবে। নতুনভাবে গ্রুপ টাইপিং ইনডিকেটরও যুক্ত হয়েছে।
৬. নতুন গেমস অ্যাপঅ্যাপল একটি নতুন ‘গেমস’ অ্যাপ চালু করছে। যেখানে অ্যাপল আর্কেডসহ সব ডাউনলোড করা গেম একসঙ্গে দেখা যাবে। এতে থাকবে ‘প্লে টুগেদার’ নামের একটি ফিচার, যার মাধ্যমে বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলা যাবে।
৭. ম্যাকওএস তাহো ২৬ম্যাকওএসের নতুন সংস্করণ ‘তাহো ২৬’ এ ফাইল, অ্যাপ, মেসেজ খুঁজে পাওয়ার পাশাপাশি সরাসরি ই–মেইল পাঠানো বা নোট তৈরি করা যাবে। নতুনভাবে ম্যাকেও ফোন ও গেমস অ্যাপ যুক্ত হচ্ছে। আইফোনের ‘লাইভ অ্যাক্টিভিটি’র সমর্থনও আসছে ম্যাকে।
৮. ভিশন প্রোতে প্লেস্টেশন ভিআর২ কন্ট্রোলার সমর্থনঅ্যাপলের ভিশন প্রো হেডসেটে এবার সনি প্লেস্টেশনের ‘ভিআর২ সেন্স’ কন্ট্রোলার ব্যবহারের সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে আরও বেশি ভার্চ্যুয়াল রিয়েলিটি গেম খেলা যাবে। কন্ট্রোলারটির মাধ্যমে ব্যবহারকারীরা চোখের মণি নড়াচড়া করেই গেমের বিভিন্ন দৃশ্য পরিবর্তন বা স্ক্রল করতে পারবেন।
৯. অ্যাপল ইন্টেলিজেন্সআইওএস ২৬ এ স্ক্রিনশট নেওয়ার বোতাম চেপে নতুন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করা যাবে। এতে ব্যবহারকারী পর্দায় যা দেখছেন, তা নিয়ে প্রশ্ন করা বা অনুরূপ ছবি বা পণ্য গুগল বা ইটসিতে খুঁজে পাওয়া যাবে।
১০. ওয়াচওএস ২৬ওয়াচওএস ২৬ অপারেটিং সিস্টেমে চলা অ্যাপল ওয়াচে হাত নেড়েই নোটিফিকেশন সরানোর সুবিধা মিলবে। শুধু তা–ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘ওয়ার্কআউট বাডি’ সুবিধা কাজে লাগিয়ে শরীরচর্চার বিভিন্ন পরামর্শও পাওয়া যাবে।
১১. বার্তা, কল ও ফেসটাইমে লাইভ অনুবাদআইওএস ২৬ এ লাইভ ট্রান্সলেশন সুবিধা যুক্ত হয়েছে। এখন মেসেজে পাঠানো বার্তা, ফোনকলে বলা কথা ও ফেসটাইম ভিডিওতে সরাসরি ক্যাপশনসহ অনুবাদ দেখানো যাবে।
১২. এয়ারপডসে ছবি তোলার সুবিধাএয়ারপডস ৪ ও এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীরা এখন স্টেমে ট্যাপ করে আইফোনের ক্যামেরায় ছবি তুলতে পারবেন। এ ছাড়া উন্নত ভয়েস আইসোলেশন প্রযুক্তির মাধ্যমে ব্যস্ত পরিবেশেও স্টুডিও গুণমানের ভয়েস রেকর্ড করা যাবে।
সূত্র: দ্য ভার্জ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইপ য ড ব যবহ র একসঙ গ অ য পল
এছাড়াও পড়ুন:
একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল
একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদা আক্তারের ছয় সন্তানের মধ্যে পাঁচজনই মারা গেল। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়ার পরপরই একটি শিশু মারা যায়। আজ সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চার নবজাতকের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার রোববার সকালে একসঙ্গে এই ছয় সন্তানের জন্ম দেন। তাঁর স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। মোকসেদা আক্তারের ননদ লিপি বেগম আজ প্রথম আলোকে বলেন, বেঁচে থাকা একমাত্র নবজাতকের অবস্থাও বেশি ভালো নয়।
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা জানিয়েছেন, মোকসেদা তিন ছেলে ও তিন মেয়েসন্তান প্রসব করেন। সন্তানেরা ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল ৬০০ থেকে ৯০০ গ্রামে মধ্যে। এ কারণে তাদের সবার অবস্থাই ছিল সংকটজনক।
আরও পড়ুনঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, নবজাতকদের অবস্থা সংকটাপন্ন২২ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে আইসিইউতে পর্যাপ্ত শয্যা খালি না থাকায় তিনজনকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র নবজাতকটি বেসরকারি হাসপাতালে আছে।