ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস সম্মেলনে নতুন যেসব ঘোষণা দিল অ্যাপল
Published: 10th, June 2025 GMT
নিজেদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) এর উদ্বোধনী অনুষ্ঠানে আইফোন, আইপ্যাড, ম্যাক, এয়ারপডস, ভিশন প্রোসহ সব সব যন্ত্রের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনার পাশাপাশি নতুন নকশা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এ সম্মেলনের শুরুতেই অ্যাপল তাদের সফটওয়্যারে একসঙ্গে বিভিন্ন পরিবর্তন আনার কথা জানিয়েছে। এবারের সম্মেলনে দেওয়া উল্লেখযোগ্য ঘোষণাগুলো জেনে নেওয়া যাক—
১.অপারেটিং সিস্টেমে বছরভিত্তিক সংস্করণ নাম
অ্যাপল তাদের সব অপারেটিং সিস্টেমে সংস্করণ নম্বরের পরিবর্তে এখন থেকে প্রকাশের বছরের নাম ব্যবহার করবে। নতুন সংস্করণগুলোর নাম রাখা হয়েছে আইওএস ২৬, আইপ্যাডওএস ২৬, ম্যাকওএস ২৬, ওয়াচওএস ২৬, টিভিওএস ২৬ এবং ভিশনওএস ২৬। এগুলো চলতি বছরের শেষ নাগাদ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
২. নতুন লিকুইড গ্লাস থিমঅ্যাপলের সব প্ল্যাটফর্মে এখন থেকে দেখা যাবে নতুন ‘লিকুইড গ্লাস’ থিম। এতে বাটন, স্লাইডার, টেক্সট ফিল্ড এবং অন্যান্য নিয়ন্ত্রণ উপাদান স্বচ্ছ হবে। আইওএস ২৬–এর লকস্ক্রিনেও এই নকশার প্রভাব দেখা যাবে। ফলে ওয়ালপেপারের পেছনে তারিখ, সময় ও নোটিফিকেশনের তথ্য আরও পরিষ্কারভাবে দেখা যাবে।
৩. ক্যামেরা, সাফারি ও ফোন অ্যাপে আধুনিক রূপআইওএস ২৬ এ ক্যামেরা অ্যাপের নকশা সরল করা হয়েছে। এখন শুধু ‘ফটো’ ও ‘ভিডিও’ এই দুটি মূল অপশন দেখা যাবে। স্লো মোড ও সিনেম্যাটিকের মতো অন্যান্য মোড স্ক্রিনে সোয়াইপ করে পাওয়া যাবে। সাফারি ব্রাউজারে ওয়েবপেজ পুরো পর্দাজুড়ে দেখাবে। ফোন অ্যাপে এখন ফেবারিট, রিসেন্ট কল এবং ভয়েসমেইল একসঙ্গে এক প্যানেলে থাকবে।
৪. আইপ্যাডওএস ২৬: নতুন উইন্ডোআইপ্যাডে এখন একাধিক অ্যাপ একসঙ্গে চালানো আরও সহজ হবে। নতুন উইন্ডো ব্যবস্থাপনায় অ্যাপের আকার ছোট–বড় করা যাবে, একাধিক উইন্ডো একসঙ্গে খোলা যাবে এবং স্ক্রিনে সরিয়ে নিয়ে যাওয়া যাবে। এতে আইপ্যাডের অভিজ্ঞতা অনেকটাই ম্যাকের মতো হবে। এ ছাড়া ‘প্রিভিউ’ নামের একটি অ্যাপও যুক্ত হচ্ছে আইপ্যাডে।
৫. আইমেসেজ অ্যাপের চ্যাটের পটভূমি পরিবর্তন ও নতুন সুবিধাআইমেসেজ অ্যাপের গ্রুপ চ্যাটে এখন থেকে পোল তৈরি করা যাবে। অপরিচিত প্রেরকের বার্তা এখন মূল তালিকা থেকে আলাদা ফোল্ডারে যাবে। নতুনভাবে গ্রুপ টাইপিং ইনডিকেটরও যুক্ত হয়েছে।
৬. নতুন গেমস অ্যাপঅ্যাপল একটি নতুন ‘গেমস’ অ্যাপ চালু করছে। যেখানে অ্যাপল আর্কেডসহ সব ডাউনলোড করা গেম একসঙ্গে দেখা যাবে। এতে থাকবে ‘প্লে টুগেদার’ নামের একটি ফিচার, যার মাধ্যমে বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলা যাবে।
৭. ম্যাকওএস তাহো ২৬ম্যাকওএসের নতুন সংস্করণ ‘তাহো ২৬’ এ ফাইল, অ্যাপ, মেসেজ খুঁজে পাওয়ার পাশাপাশি সরাসরি ই–মেইল পাঠানো বা নোট তৈরি করা যাবে। নতুনভাবে ম্যাকেও ফোন ও গেমস অ্যাপ যুক্ত হচ্ছে। আইফোনের ‘লাইভ অ্যাক্টিভিটি’র সমর্থনও আসছে ম্যাকে।
৮. ভিশন প্রোতে প্লেস্টেশন ভিআর২ কন্ট্রোলার সমর্থনঅ্যাপলের ভিশন প্রো হেডসেটে এবার সনি প্লেস্টেশনের ‘ভিআর২ সেন্স’ কন্ট্রোলার ব্যবহারের সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে আরও বেশি ভার্চ্যুয়াল রিয়েলিটি গেম খেলা যাবে। কন্ট্রোলারটির মাধ্যমে ব্যবহারকারীরা চোখের মণি নড়াচড়া করেই গেমের বিভিন্ন দৃশ্য পরিবর্তন বা স্ক্রল করতে পারবেন।
৯. অ্যাপল ইন্টেলিজেন্সআইওএস ২৬ এ স্ক্রিনশট নেওয়ার বোতাম চেপে নতুন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করা যাবে। এতে ব্যবহারকারী পর্দায় যা দেখছেন, তা নিয়ে প্রশ্ন করা বা অনুরূপ ছবি বা পণ্য গুগল বা ইটসিতে খুঁজে পাওয়া যাবে।
১০. ওয়াচওএস ২৬ওয়াচওএস ২৬ অপারেটিং সিস্টেমে চলা অ্যাপল ওয়াচে হাত নেড়েই নোটিফিকেশন সরানোর সুবিধা মিলবে। শুধু তা–ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘ওয়ার্কআউট বাডি’ সুবিধা কাজে লাগিয়ে শরীরচর্চার বিভিন্ন পরামর্শও পাওয়া যাবে।
১১. বার্তা, কল ও ফেসটাইমে লাইভ অনুবাদআইওএস ২৬ এ লাইভ ট্রান্সলেশন সুবিধা যুক্ত হয়েছে। এখন মেসেজে পাঠানো বার্তা, ফোনকলে বলা কথা ও ফেসটাইম ভিডিওতে সরাসরি ক্যাপশনসহ অনুবাদ দেখানো যাবে।
১২. এয়ারপডসে ছবি তোলার সুবিধাএয়ারপডস ৪ ও এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীরা এখন স্টেমে ট্যাপ করে আইফোনের ক্যামেরায় ছবি তুলতে পারবেন। এ ছাড়া উন্নত ভয়েস আইসোলেশন প্রযুক্তির মাধ্যমে ব্যস্ত পরিবেশেও স্টুডিও গুণমানের ভয়েস রেকর্ড করা যাবে।
সূত্র: দ্য ভার্জ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইপ য ড ব যবহ র একসঙ গ অ য পল
এছাড়াও পড়ুন:
তাণ্ডব থেকে উৎসব, ঈদের রঙে অনবদ্য এক জয়া
এই ঈদে রূপালি পর্দা যেন একটু বেশিই আলোকিত। কারণ, একসঙ্গে দুটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন গুণী অভিনেত্রী জয়া আহসান। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। ঈদের সকাল থেকে শুরু করে আজও, দর্শকের হাত ধরে সিনেমা হলে ছুটে চলেছেন জয়া। ছবির সঙ্গে দর্শকের হৃদয়ের সংযোগটা যেন নিজ চোখেই প্রত্যক্ষ করতে চান তিনি।
‘তাণ্ডব’-এর প্রচারে গিয়ে জয়া বললেন, “ঈদে যখন কোনো সিনেমা মুক্তি পায়, তখন ঈদের আবহটাই যেন সেই সিনেমাকে ঘিরে তৈরি হয়। ঈদের সকাল থেকেই সবাই খবর নেয়,সিনেমাটি কেমন চলছে। জানলাম, ‘তাণ্ডব’ দেখতে সকাল থেকেই হলে দর্শকের ভিড় লেগে আছে। সিনেমাটি নিয়ে মানুষ রীতিমতো উন্মাদ হয়ে উঠেছে। এটাই তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”
শাকিব খানের সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর স্ক্রিন শেয়ার করেছেন জয়া। অ্যাকশন ঘরানার ‘তাণ্ডব’-এ তিনি অভিনয় করেছেন এক সাংবাদিকের চরিত্রে। ছবিতে আরও রয়েছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, সুমন আনোয়ার ও মুকিত জাকারিয়ার মতো দক্ষ অভিনয়শিল্পীরা।
দর্শকের সঙ্গে একত্রে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, “আমি নিজেই দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করেছি। একজন দর্শক হিসেবে বলতে পারি, পুরো টাকাটা উসুল! সিনেমা হলে যখন চারদিক থেকে শিস ও হাততালির শব্দ উঠছিল, তখনই বুঝে গেছি, ‘তাণ্ডব’ মানুষের মনে জায়গা করে নিচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “‘তাণ্ডব’-এর মূল শক্তি তার গল্প। আমাদের টিম ছিল অসাধারণ। পর্দার সামনেও যেমন, তেমনি পেছনেও সবাই একদম হৃদয় দিয়ে কাজ করেছে। আমরা নিজেরাও ভীষণ আনন্দ নিয়ে ছবিটি করেছি। এরইমধ্যে দর্শকদের যে সাড়া পাচ্ছি, তাতে মন ভরে গেছে।”
অন্যদিকে, ‘উৎসব’ সিনেমার প্রচারেও পিছিয়ে নেই জয়া আহসান। গতকাল তিনি নিজে গিয়েছিলেন একটি প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে সিনেমা দেখতে। বিনিময় করেছেন কুশল, শুনেছেন মতামত।
জয়া বলেন, “‘উৎসব’ দেখার পর দর্শকেরা নিজেরাই বলছেন-এই সিনেমাটি অনেক দিন মানুষের মনে থাকবে। ছবিটিতে যে শিল্পীরা কাজ করেছেন, তাদের সবাইকে একসঙ্গে পাওয়া ছিল সবচেয়ে কঠিন কাজ। আমি নিজে দেশের বাইরে ও দেশের ভেতরে ছুটে চলা একজন শিল্পী; চঞ্চল ব্যস্ত একজন মানুষ, আর অপি তো যেকোনো কাজ করেন না-যতক্ষণ না সেটা তার পছন্দ হয়। এতগুলো ভিন্নধর্মী শিল্পীকে এক ফ্রেমে আনা গেছে কেবল পরিচালকের মুন্সিয়ানায়। আমার বিশ্বাস, সিনেমাটির যাত্রা হবে দীর্ঘ।”
একটু হেসে তিনি বলেন, “আমি নিজেই সিনেমা দেখতে গিয়ে টিকিট পাইনি। সেটা মনে হলে লজ্জাও লাগে। আশা করি, নির্মাতারা দর্শকদের জন্য টিকিট পাওয়ার সুযোগ আরও সহজ করে তুলবেন।”
ঈদের দুই ভিন্নস্বাদের ছবি ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দুটোতেই জয়াকে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চরিত্রে, ভিন্ন ভিন্ন আবহে। অথচ, প্রতিটি চরিত্রেই যেন তার এক নিজস্ব ছাপ, এক অনবদ্য সত্তা।
এ ঈদে, সিনেমা হলে ঢুকলেই দেখা যাচ্ছে-‘তাণ্ডব’ চলছে, ‘উৎসব’ জমছে। আর তার কেন্দ্রে আছেন জয়া আহসান। অভিনয়ের তাণ্ডব আর শিল্পের উৎসবে যিনি একসঙ্গে মাতাচ্ছেন বাংলা চলচ্চিত্রপ্রেমীদের।