সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে হাভিয়ের কাবরেরা। এই স্প্যানিশ কোচের পছন্দের ফর্মেশন ৪-৩-১-২। অর্থাৎ মাঝমাঠে তিনজন আর রক্ষণে চারজন নিয়ে একাদশ সাজানো। যাকে বলে সলিড ডিফেন্সিভ ফর্মেশন। ইদানীং নিজের পছন্দের বাইরেও ম্যাচের ছক কষতে দেখা যাচ্ছে কাবরেরাকে। তাতে সাফল্যও মিলছে।

সর্বশেষ ঘরের মাঠে ভুটানের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চার ডিফেন্ডারের সঙ্গে দুজনকে মাঝমাঠ সামলানোর মূল দায়িত্ব দেন কাবরেরা। এরপর ফ্রন্টলাইনে রাখা হয় তিনজনকে।

আর নাম্বার নাইনে একজন। তাতে করে আক্রমণ তৈরির সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে। ফুটবলে অতি পরিচিত এই ৪-২-৩-১ ফর্মেশন এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গেও ব্যবহার করেছিলেন বাংলাদেশ কোচ। আজও সেভাবে একাদশ সাজাতে পারেন তিনি।

তেমনটা হলে আজ সিঙ্গাপুরের বিপক্ষে আক্রমণভাগের নাম্বার নাইন পজিশনে বসুন্ধরা কিংসে খেলা রাকিব হোসেনকে রেখে দুই উইংয়ের ফাহমিদুল ইসলাম এবং শাহ কাজেম বা ফয়সাল আহমেদ ফাহিমকে দিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন কাবরেরা।

আরও পড়ুনবাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: বড় পর্দায় খেলা দেখবেন যেসব জায়গায়১ ঘণ্টা আগে

তবে শমিত সোম যোগ দেওয়ায় মাঝমাঠ নিয়ে মধুর বিড়ম্বনায় পড়েছেন কোচ। ভুটান ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরীর সঙ্গে সোহেল রানা আর অ্যাটাকিং মিডফিল্ডে জামাল ভূঁইয়াকে খেলান তিনি। শমিত আসায় মাঝমাঠ পরিবর্তন করা ছাড়া উপায় নেই। সে ক্ষেত্রে সোহেলকে বসিয়ে শমিতকে, আবার জামালের জায়গায়ও শমিতকে দেখা যেতে পারে।

অবশ্য গোলপোস্টের নিচে মিতুল মারমার জায়গা বলা যায় নিশ্চিতই। সেন্টার ব্যাকে অভিজ্ঞ তপু বর্মণ এবং তারিক কাজীও থাকছেন। রাইট ব্যাক ও লেফট ব্যাক পরিবর্তন আসতে পারে।

সিঙ্গাপুরের বিপক্ষে কাবরেরার পরিকল্পনার কেন্দ্রে থাকবেন হামজা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক বর র

এছাড়াও পড়ুন:

সবাই ভেবেছিলেন কিশোরী ডুবে গেছে, ১০ দিন পর ফোন করে জানাল সে গাজীপুরে আছে

১০ দিন আগে কুষ্টিয়ার কুমারখালীর মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়েছিল কিশোরী সোহানা খাতুন। বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। তবে গত বুধবার রাতে মাকে ফোন করেছে সোহানা; জানিয়েছে সে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।

নিখোঁজ হওয়া কিশোরীর নাম সোহানা খাতুন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম কারিগর পাড়ায়। তার বাবা গোলাম মওলা ও মা শিরিনা খাতুন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই দুপুরে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে গোসল ও কাপড় ধুতে গিয়েছিল সোহানা। দীর্ঘ সময়েও না ফেরায় তার মা নদীর ধারে যান; দেখেন, সোহানার কাপড় পড়ে আছে। এরপর স্বজন ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে ওই রাতে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। পরদিন খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১২ ঘণ্টা অভিযান চালিয়েও তার সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে। ২১ জুলাই এক কবিরাজ এনে নদীতে খোঁজার চেষ্টাও করেন সোহানার বাবা–মা।

এমন অবস্থায় বুধবার রাতে হঠাৎ সোহানা তার মায়ের ফোনে কল দিয়ে জানায়, সে ঢাকার গাজীপুরে তার প্রাক্তন স্বামীর কাছে রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান সোহানার বাবা গোলাম মওলা। তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, মেয়ে নদীতে ডুবে গেছে। সবাই মিলে খোঁজাখুঁজি করেছি। এমনকি কবিরাজও এনেছিলাম। কিন্তু হঠাৎ বুধবার আমার স্ত্রীকে ফোন দিয়ে জানায়, সে প্রাক্তন স্বামীর কাছে আছে। আমরা বিষয়টি গতকাল রাতে পুলিশকে জানিয়েছি।’ বিষয়টি বুঝতে না পেরে সবাইকে কষ্ট দেওয়ার জন্য তিনি ক্ষমা চান।

স্থানীয় লোকজন জানান, প্রায় দুই বছর আগে খালাতো ভাই কুতুব উদ্দিনের সঙ্গে পালিয়ে যায় সোহানা এবং দুজন বিয়ে করে। তবে বনিবনা না হওয়ায় তিন মাস আগে সোহানা তাকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসে। নদীতে নিখোঁজ হওয়ার ‘নাটক’ করে সে পালিয়ে গেছে।

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, শুরুতে পরিবারের লোকজন জানিয়েছিল, নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়েছে সোহানা। গতকাল আবার তার বাবা জানিয়েছে, মেয়ে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।

সম্পর্কিত নিবন্ধ