আজ বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তাই গভীর সমুদ্রে যাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ভারতের সঙ্গে মিল রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় এবছর প্রচুর ইলিশ মিলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ বছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে এ অবরোধ দেওয়া হয়। দুই দেশের একসঙ্গে অবরোধের কারণে মাছ ধরা থেকে বিরত থাকেন জেলেরা। এ কারণে সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠ প্রজনন হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এবার কোমর বেঁধে সাগরে নামার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।বুধবার (১১ জুন) সকাল থেকে দেখা গেল কেউ ট্রলারে রং করছেন, কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ আবার বরফ কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন। মোটকথা যেন দম ফেলার ফুরসত নেই জেলেদের। 

লতাচাপলী ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামের জেলে হোসেন মাঝি বলেন, “ভারতের সঙ্গে মিল রেখে এ বছর অবরোধ দেওয়ায় সাগর অনেকটা নিরাপদ ছিল। আশা করছি আমাদের জালে এ বছর প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে।”

মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের জেলে তোফায়েল মিয়া বলেন, “দীর্ঘ ৫৮ দিন একেবারে বেকার ছিলাম। কিছু টাকা ঋণগ্রস্ত হয়েছি। এছাড়া মহাজনও দাদনের টাকা পাবে। আমাদের দীর্ঘদিনের দাবি সরকার মেনে নেওয়ার কারণে আশা করছি আমরা এবছর ভালো পরিমাণে মাছ পাবো। তারপরও যদি মাছ না পাই তাহলে অন্য কাজ করতে হবে। এ পেশাই ছেড়ে দিতে হবে।”

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “অবরোধ শতভাগ সফল হওয়ায় মাছের সুষ্ঠ প্রজনন হয়েছে। তাই জেলেরা তাদের কাঙ্খিত মাছ শিকার করতে পারবেন বলে আশা করছি।”

ঢাকা/ইমরান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৫৮ দ ন অবর ধ

এছাড়াও পড়ুন:

আবারও শুরু হচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট’

গেল বছর দেশব্যাপী কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী। দেশব্যাপী কনসার্ট আয়োজনের লক্ষ্য থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে দু’টি কনসার্ট আয়োজন করেই থমকে যেতে হয় তাদের। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও নতুন আয়োজনে শুরু হতে যাচ্ছে এ কনসার্ট।

আগামী শুক্রবার রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে এন্ড আর্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের প্রথম কনসার্টটি।

কনসার্টে পারফর্ম করবে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনী, এ সময়ের জনপ্রিয় হেভি মেটাল ব্যন্ড মেকানিক্স। আরও থাকছে বাংলাদেশের প্রথম আদিবাসী নারীদের ব্যান্ড এফ মাইনর। এছাড়াও পারফর্ম করবেন রক ও থ্রাসমেটাল গায়ক কেএইচএন।

বৈষ্টমী জানায়, পরবর্তী কনসার্টটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই। এদিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের। ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে, তা চমক হিসেবেই রাখতে চান তারা।

এর আগে এ আয়োজনে পারফর্ম করে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান এর নতুন ব্যান্ড এমএনএম, আর্ক, বাংলা ফাইভ, হাইওয়ে। বৈষ্টমী’র প্রতিটি কনসার্টেই পারফর্ম করছেন হার্ড রক গায়ক কেএইচএন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুদ্র হক জানান, ইতিমধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। বিকেল পাঁটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত দশটা পর্যন্ত। টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরক এর ওয়েবসাইটে। তাছাড়া ভেন্যুতেও টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শক।

এছাড়া কনসার্ট উপভোগের পাশাপাশি পছন্দের খাবারও খেতে পারবেন শ্রোতারা। টিকিট মুল্য- ৫০০ টাকা (২০০ জন), ৭০০ টাকা (১০০ জন ও সাথে জুস পানের সুবিধা) ১২৫০ টাকা (৫০টি আসন ও নৈশ আহার) ২৫০০ টাকা (৫০টি আসন ও মিনি বুফেই ডিনার)।

সম্পর্কিত নিবন্ধ