বাবার গাড়ি নিয়ে রাস্তায় কিশোর, ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
Published: 11th, June 2025 GMT
বাবার প্রাইভেট কার নিয়ে রাস্তায় বেরিয়েছিল কিশোর বয়সী ছেলে। সড়ক ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে চট্টগ্রাম নগরের হালিশহর সড়কে গাড়ি চালিয়ে যাচ্ছিল সে। বড়পোল এলাকায় তখন সাইকেলে সড়ক পার হচ্ছিলেন আরেক তরুণ। কিছু বুঝে ওঠার আগেই ওই সাইকেলকে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান সাইকেল আরোহী তরুণ।
আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বড়পোল এলাকার সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ওসমান গণি। তাঁর বয়স ১৯ থেকে ২০ বছর। তিনি বান্দরবান জেলার বাসিন্দা। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেলটি সড়ক পার হতে গেলে বিপরীত পাশ থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়েন সাইকেল আরোহী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ওই প্রাইভেট কারের চালককে সেখানে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে চালককে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিল ১৬ থেকে ১৭ বছর বয়সী এক কিশোর। গাড়িটি তার বাবার। ২০২৪ সালের এসএসসি শিক্ষার্থী সে। বর্তমানে গাড়ি ও ওই কিশোর হালিশহর থানায় রয়েছে।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ প্রথম আলোকে বলেন, লাশের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই কিশোর থানায় রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম