বাবার প্রাইভেট কার নিয়ে রাস্তায় বেরিয়েছিল কিশোর বয়সী ছেলে। সড়ক ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে চট্টগ্রাম নগরের হালিশহর সড়কে গাড়ি চালিয়ে যাচ্ছিল সে। বড়পোল এলাকায় তখন সাইকেলে সড়ক পার হচ্ছিলেন আরেক তরুণ। কিছু বুঝে ওঠার আগেই ওই সাইকেলকে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান সাইকেল আরোহী তরুণ।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বড়পোল এলাকার সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ওসমান গণি। তাঁর বয়স ১৯ থেকে ২০ বছর। তিনি বান্দরবান জেলার বাসিন্দা। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেলটি সড়ক পার হতে গেলে বিপরীত পাশ থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়েন সাইকেল আরোহী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ওই প্রাইভেট কারের চালককে সেখানে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে চালককে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিল ১৬ থেকে ১৭ বছর বয়সী এক কিশোর। গাড়িটি তার বাবার। ২০২৪ সালের এসএসসি শিক্ষার্থী সে। বর্তমানে গাড়ি ও ওই কিশোর হালিশহর থানায় রয়েছে।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ প্রথম আলোকে বলেন, লাশের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই কিশোর থানায় রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিপিএলে দল নিতে চান আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ তালিকায় থাকারাও

আসন্ন দ্বাদশ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানের আগ্রহ বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাকি আটটি প্রতিষ্ঠানের সব যে ফ্র্যাঞ্চাইজি পাবে, তা–ও নয়। এক-দুটি প্রতিষ্ঠানে থাকা মালিকদের মধ্যে দু-একজন তো আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ধারী বলেও জানা গেছে।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

সম্পর্কিত নিবন্ধ