চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
Published: 11th, June 2025 GMT
চট্টগ্রাম নগরের হালিশহরে বেপরোয়া গতিতে চালানো প্রাইভেটকারের ধাক্কায় ওসমান গণি (১৯) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বড়পোল মোড়ের সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাবার প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল কিশোর ছেলে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটিসহ ওই কিশোরকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাড়িটি থামিয়ে চালককে আটক করে। চালকের নাম তানিম। তার বয়স আনুমানিক ২০ বছর।
পুলিশ আরও জানায়, সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেট কারটির নম্বরপ্লেটে লেখা ছিল চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬। ঈদের ছুটির কারণে রাস্তায় তেমন যানবাহন না থাকায় অনেকটা বেপরোয়া গতিতে কারটি চালাচ্ছিল ওই কিশোর। এ সময় সাইকেলযোগে ওসমান গণি ওই সড়ক পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেট কারটি তাকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে সাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ গাড়িটি জব্দ করে। হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, খবর পেয়ে পুলিশ চালকসহ গাড়িটি জব্দ করেছে। প্রাইভেটকারটির চালক ওই কিশোরকে থানায় রাখা হয়েছে। নিহত ওসমান গণির ও আটক কিশোরের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন আটক ক
এছাড়াও পড়ুন:
সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপির কাছ থেকে
সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের নাখালপাড়ার ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে চেক উদ্ধারের বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান। তবে এই চেক কোন প্রতিষ্ঠান দিয়েছে, তা তিনি জানাননি।
পুলিশ সূত্র জানিয়েছে, ওই সোয়া দুই কোটি টাকার চেক নেওয়া হয়েছে রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যবসাপ্রতিষ্ঠান ‘ট্রেড জোন’ থেকে। ট্রেড জোনের পোশাক কারখানাসহ নানা ব্যবসা রয়েছে।
ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সোয়া দুই কোটি নয়, মোট ৫ কোটি টাকার ১১টি চেক নিয়েছিলেন আবদুর রাজ্জাকসহ ছয়জন। তবে একটি চেকের বিপরীতেও তাঁরা টাকা উত্তোলন করতে পারেননি। কারণ, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে ট্রেড জোন কর্তৃপক্ষ টাকা রাখেনি। তিনি বলেন, টাকা উত্তোলন করতে না পেরে রাজ্জাকসহ অন্যরা ট্রেড জোনের মালিককে হুমকি দিচ্ছিলেন।
রাজ্জাকসহ অন্যরা কীভাবে চেক নিয়েছিলেন, তা প্রথম আলোকে বিস্তারিত জানিয়েছেন সাইফুল ইসলাম।
শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে প্রথম দফায় ১০ লাখ টাকা নেওয়ার পর দ্বিতীয়বার টাকা নিতে গিয়ে ১৭ জুলাই হাতেনাতে পুলিশের হাতে ধরা পড়েন আবদুর রাজ্জাকসহ পাঁচজন। বাকি চারজন হলেন ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজন। প্রাপ্তবয়স্ক চার আসামির এখন রিমান্ড চলছে। ঘটনাটিতে মামলা করেছেন সিদ্দিক আবু জাফর।
ইব্রাহিম হোসেন ওরফে মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ছিলেন। আবদুর রাজ্জাক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। পরে তিনি গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সদস্য। গ্রেপ্তারের পর সবাইকে বহিষ্কার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ