চট্টগ্রাম নগরের হালিশহরে বেপরোয়া গতিতে চালানো প্রাইভেটকারের ধাক্কায় ওসমান গণি (১৯) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বড়পোল মোড়ের সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাবার প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল কিশোর ছেলে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটিসহ ওই কিশোরকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাড়িটি থামিয়ে চালককে আটক করে। চালকের নাম তানিম। তার বয়স আনুমানিক ২০ বছর।

পুলিশ আরও জানায়, সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেট কারটির নম্বরপ্লেটে লেখা ছিল চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬। ঈদের ছুটির কারণে রাস্তায় তেমন যানবাহন না থাকায় অনেকটা বেপরোয়া গতিতে কারটি চালাচ্ছিল ওই কিশোর। এ সময় সাইকেলযোগে ওসমান গণি ওই সড়ক পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেট কারটি তাকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে সাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ গাড়িটি জব্দ করে। হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, খবর পেয়ে পুলিশ চালকসহ গাড়িটি জব্দ করেছে। প্রাইভেটকারটির চালক ওই কিশোরকে থানায় রাখা হয়েছে। নিহত ওসমান গণির ও আটক কিশোরের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন আটক ক

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ