মালদ্বীপ রুটে বিমানের ফ্লাইট ৬ বছরেও চালু হয়নি
Published: 12th, June 2025 GMT
মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০১৯ সালে সরকারের সেই পরিকল্পনায় বলা হয়, চেন্নাই হয়ে মালেতে রুটটি চালু করা হবে। ছয় বছর পেরিয়ে গেলেও পর্যটন ও শ্রমবাজার হিসেবে জনপ্রিয় এই রুটে বিমানের ফ্লাইট চালু হয়নি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মালদ্বীপ থেকে প্রয়োজনীয় সময়সূচির স্লট না পাওয়া, ট্রানজিট সংক্রান্ত জটিলতা এবং পাইলট ও কেবিন ক্রু প্রস্তুতির অভাব— এই বিলম্বের মূল কারণ। তারা বলছে, স্লট পেলে খুব শিগগিরই রুটটি চালু করা সম্ভব হবে।
বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২১ সালেই সরাসরি ঢাকা–মালে রুটে ফ্লাইট চালু করে এবং তা নিয়মিত পরিচালনা করছে। পর্যটক ও প্রবাসী শ্রমিকদের মধ্যে ইউএস-বাংলার ফ্লাইট ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে বিমানের অনুপস্থিতি প্রশ্ন তুলেছে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে।
আরো পড়ুন:
বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি
সিলেট থেকে মদিনার পথে প্রথম হজ ফ্লাইট
বেসরকারিখাত এগিয়ে থাকলেও জাতীয় পতাকাবাহী সংস্থার এ ধরনের দীর্ঘসূত্রতা সমালোচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দেরিতে বিমান শুধু ব্যবসায়িক সুযোগ হারাচ্ছে না, দেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
মালদ্বীপ প্রবাসী এক বাংলাদেশি বলেন, শ্রমবাজার হিসেবে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ বাংলাদেশিদের কাছে পছন্দের গন্তব্য। এদেশে এক লাখের বেশি বাংলাদেশি কাজ করেন। এছাড়া, বছরজুড়ে থাকে ব্যবসায়ী ও পর্যটকের যাতায়াত। বিমান বারবার উদ্যোগ নেয়ার পরও মালদ্বীপে ফ্লাইট চালু করতে পারেনি।
সরকারি প্রতিষ্ঠান যদি এই রুটে বিমান চালায়, তাহলে আরো কম খরচে তারা দেশে যেতে পারবেন বলে জানান।
ঢাকা/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ ল ইট চ ল সরক র
এছাড়াও পড়ুন:
লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮
কুমিল্লার লাকসামে একটি এতিমখানার খামার থেকে গত শুক্রবার পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় তাদের হামলায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজন আহত হন। মাদরাসা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।
গত শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এর সংলগ্ন এতিমখানার খামারে ঘটনাটি ঘটে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু লুট করেছিল ডাকাতরা।
আরো পড়ুন:
খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়।
এলাকাবাসী জানান, মাদরাসার আয় এই খামারের মাধ্যমে হয়। তিন মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় এক পাশ ফাঁকা পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু অবশিষ্ট রয়েছে।
খামারের সামনে পড়ে আছে ডাকাত দলের ব্যবহৃত তুষের বস্তা, যা দিয়ে গরুগুলো পিকআপ ভ্যানে তোলে তারা। গরু উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মামলার বাদী এবং মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুটি পিকআপ ভ্যান নিয়ে এসে অস্ত্রের মুখে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে। শিক্ষকদের মারধর করে তাদের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। তারা খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে পাঁচটি গরু পিকআপ ভ্যানে তুলে নেয়। শিক্ষক ও ছাত্রদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, খামারের আয়ের ওপর ভিত্তি করে মাদরাসার কার্যক্রম চলে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু নিয়ে যায় ডাকাতরা।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “লুট হওয়া গরু উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”
ঢাকা/রুবেল/মাসুদ