টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ‘চিন্তা করাও বোকামি’: শান্ত
Published: 12th, June 2025 GMT
লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও চলতি আসরের অন্যতম ধারাবাহিক দল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ২০২৩-২৫ চক্র। এরপরই শুরু হবে নতুন চক্রের লড়াই।
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এখনই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন না। বরং ধাপে ধাপে উন্নতি করাই তার লক্ষ্য। মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেক বড় স্বপ্ন। এখন সেটা ভাবাটাই বোকামি হবে। আমাদের লক্ষ্য হলো ছোট ছোট ধাপ অতিক্রম করে এগিয়ে যাওয়া।’
বাংলাদেশ ২০২১-২৩ চক্র শেষ করেছিল ৯ নম্বরে থেকে। পরবর্তী চক্রে অবস্থান ছিল ৭ নম্বরে। এবার সেই অবস্থান আরও কিছুটা ওপরে নেওয়ার লক্ষ্য অধিনায়কের। শান্ত বলেন, ‘গত চক্রে আমরা মাত্র এক ম্যাচ জিতেছিলাম, এবার জিতেছি চারটি। নতুন চক্রে যদি আরও বেশি জিততে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে ফাইনালও খেলা সম্ভব হবে। আপাতত লক্ষ্য, পয়েন্ট তালিকার ৪ বা ৫ নম্বরে থাকা।’
টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার পর এখন শুধুই লাল বলের ক্রিকেটে মনোযোগ শান্তর। নতুন এই ভূমিকায় আরও সময় চেয়েছেন তিনি, আর সেটা বোর্ডও মেনে নিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়কত্বে সফল হতে হলে লম্বা সময়ের প্রয়োজন। আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে কোনো একটি টুর্নামেন্টকে সামনে রেখে পরিকল্পনা সাজানো যায়।’
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট দিয়ে ২০২৫-২৭ চক্র শুরু করবে বাংলাদেশ। সেই চক্রেই বড় কিছু করে দেখাতে চায় শান্তর দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প র ফ ইন ল লক ষ য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫