নজর এখন লন্ডনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে তুমুল উত্তেজনা ও কৌতূহল এখন বাংলাদেশের রাজনীতিতে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাজনীতির বরফ গলাতে এ বৈঠক কী ফল বয়ে আনে এটিই সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
কী কী বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে? আলোচনায় উঠে আসবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আলোচিত সব বিষয়। বিচার, সংস্কার, নির্বাচন– কোনো কিছুই বাদ যাবে না। বিচার নিয়ে মাঠের রাজনীতিতে কারও কোনো দ্বিমত নেই। এ নিয়ে লন্ডন বৈঠকে বেশি কিছু আলোচনার আছে বলে মনে হয় না। সংস্কার নিয়ে সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নানা ইস্যুতে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। বিএনপির সঙ্গেও সব বিষয়ে কমিশন একমত হতে পারেনি। আলোচনা চলছে। যেসব বিষয়ে কমিশন-বিএনপি এক জায়গায় আসতে পারেনি, এমন কিছু বিষয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার একান্ত বৈঠকে আলোচনা হবে– এটা ধরে নেওয়া যায়। এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু ইস্যুতে দলের বর্তমান অবস্থান থেকে সরে আসতেই পারেন এবং তা পারলে জাতি আনন্দচিত্তে সাধুবাদ জানাবে।
লন্ডন বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু হবে আগামী নির্বাচনের দিনক্ষণ। সরকারপ্রধান সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করেছেন। বিএনপি রমজান, ঈদ, আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ঘোষিত সময়সীমা নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটেই উপযুক্ত নয় বলে জানিয়ে দিয়েছে। সরকারের সঙ্গে বিএনপির এ নিয়েই বিরোধ তীব্র হয়েছে। নির্বাচন ইস্যুতে সৃষ্ট এ বিরোধ নিষ্পত্তির বিষয়টি লন্ডন বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব পাবে, এটাই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সবাই মনে করছেন। জামায়াত, এনসিপিসহ হাতেগোনা কয়েকটি দল বাদে অধিকাংশ দলই সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা মেনে নেয়নি। তারা সবাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি উপর্যুপরি জানিয়ে আসছে। এ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে অনেকেই মনে করেন দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় না থেকে একটা মাঝামাঝি পথ বেছে নিতে পারে।
তারা মনে করেন, আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে বহুল কাঙ্ক্ষিত একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এপ্রিলের প্রথমার্ধ আর ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে সময়ের ব্যবধান মাত্র দুই মাস। নির্বাচনের দিনক্ষণ নিয়ে যদি ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে রাজনৈতিক দলগুলোর সার্বিক সমর্থন-সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় সংস্কারের কাজও এই সময়ের মধ্যেই সম্পন্ন করে ফেলা সম্ভব হবে। তখন আর সংস্কারের জন্য অতিরিক্ত দুই মাস সময় নিয়ে উত্তপ্ত বৈরী আবহাওয়া আর রমজান মাসজুড়ে নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যে দেশকে নিয়ে যেতে হবে না। এ ক্ষেত্রে শুধু দরকার দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক, যা সাম্প্রতিক সময়ে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকবার বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেছেন, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য মনে রেখে বিশ্বাস করতে চাই, আজ অনুষ্ঠেয় লন্ডন বৈঠকও ব্যর্থ হবে না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আশা করতে চাই, এ বৈঠক দেশের গণতন্ত্রে উত্তরণের পথ মসৃণ করবে; গণতান্ত্রিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে জাতিকে পথরেখা দেখাবে।
মোস্তাফিজুর রহমান বাবুল: নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় নেতা
উৎস: Samakal
কীওয়ার্ড: ড ইউন স ত র ক রহম ন সরক র র র জন ত র র জন রহম ন
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নবীনগরে গুলিবিদ্ধ ৩
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ