হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বিস্তৃত হচ্ছে। নতুন একটি সুবিধায় ব্যবহারকারীরা এখন মেটা এআইকে ছবি বা বার্তা পাঠিয়ে সেই বিষয়ক প্রশ্ন করতে পারবেন। কোনো ছবির প্রেক্ষাপট, সত্যতা কিংবা তার বিষয়বস্তু সম্পর্কেও এআই থেকে তাৎক্ষণিকভাবে তথ্য জানা যাবে।

সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এআই ব্যবহারের অভিজ্ঞতা এক নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের একটি নতুন সুবিধা পরীক্ষা করে দেখা হচ্ছে। যেখানে ব্যবহারকারীরা কোনো ছবি বা বার্তা এআইকে পাঠিয়ে তার সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। এই সুবিধা ব্যবহার করে বলা যেতে পারে, ‘এই ছবিটি আসল কি না’ কিংবা ‘ছবিতে কী দেখা যাচ্ছে’। মেটা এআই তখন ওই ছবি বিশ্লেষণ করে উত্তর দেবে। শুধু ছবি নয়, টেক্সট বা বার্তা পাঠিয়েও তথ্য জিজ্ঞাসা করা যাবে। ফিচারটির একটি স্ক্রিনশটে দেখা গেছে, চ্যাট ইন্টারফেসে থাকা এআই অপশনটিতে ছবি ফরোয়ার্ড করার পরপরই ব্যবহারকারী প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন।

এই সুবিধা ব্যবহার করতে গেলে কিছু শর্ত মানতে হবে। মেটা জানিয়েছে, ব্যবহারকারী যা মেটা এআইয়ের সঙ্গে শেয়ার করবেন, কেবল সেটির ওপর ভিত্তি করেই এআই প্রতিক্রিয়া জানাবে। তবে শেয়ার করা বার্তা বা ছবি এআই মডেল উন্নয়নে ব্যবহার করা হতে পারে, এমন উল্লেখও করা হয়েছে শর্তাবলিতে। ফলে অনেক ব্যবহারকারীই গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। তাই ব্যক্তিগত তথ্য কিংবা সংবেদনশীল ছবি শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

এদিকে হোয়াটসঅ্যাপ একটি নতুন ‘এআই’ ট্যাব যুক্ত করার প্রস্তুতিও চলছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজের মতো করে এআই চ্যাটবট তৈরি করতে পারবেন। এই প্রক্রিয়ায় আলাদা করে প্রোগ্রামিং জানা লাগবে না। ব্যবহারকারী ধাপে ধাপে তথ্য দিলে তার ভিত্তিতেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে একটি কাস্টম এআই বট। ভবিষ্যতে সেটি ব্যক্তিগত সহায়তাকারী বা কথোপকথনের সঙ্গী হিসেবেও ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ সূত্র বলছে, নতুন এই এআই সুবিধা আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে চলতি বছরের মধ্যেই এটি আরও বিস্তৃতভাবে উন্মুক্ত হতে পারে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখেই চূড়ান্ত সংস্করণ চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মেটা।

সূত্র: নিউজ১৮ ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর টসঅ য প

এছাড়াও পড়ুন:

ইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত

ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট। ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা। জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে ২৮ হাজার ৯৬ ইউরো উপার্জন করেন। যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে। ডেনমার্কে ২০২৩ সালে মাসিক বেতন ১৩ হাজার ৫২৩ ইউরো, দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন।

অভিজ্ঞতা অনুযায়ী বেতনের বৈচিত্র্য

পাইলটদের বেতন দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যুক্তরাজ্যে বেতন শুরু হয় বছরে ৫৪ হাজার ২৮৩ ইউরো (৪৭,০০০ পাউন্ড) থেকে, অভিজ্ঞ পাইলটদের জন্য এটি প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ ইউরো (১ ইউরো সমান ১৪১ টাকা ৭৭ পয়সা, ২২ অক্টোবর ২০২৫ হিসাবে) পর্যন্ত হতে পারে, জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্যারিয়ার্স সার্ভিস।

ইআরআই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জানায়, আট বছরের বেশি অভিজ্ঞতার পাইলটরা এক থেকে তিন বছরের অভিজ্ঞ পাইলটের চেয়ে ৬০ থেকে ৮০ শতাংশ বেশি আয় করেন। অর্থাৎ অভিজ্ঞ পাইলটরা প্রায় তিন গুণ বেশি উপার্জন করেন।

আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫দেশভিত্তিক তথ্য

যুক্তরাজ্য

২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এএনএসের তথ্যানুসারে, পূর্ণকালীন ‘এয়ারক্রাফট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার’-এর বার্ষিক আয় প্রায় ৯৫ হাজার ২৪০ ইউরো (৮০,৪১৪)। ইআরআইয়ের মতে, গড় বার্ষিক বেতন ৯০ হাজার ২৫৩ ইউরো (৭৮,১৪৬ পাউন্ড), লন্ডনের জন্য ১ লাখ ১৫ হাজার ৫৬২ ইউরো (১০০,০৬০ পাউন্ড)।

জার্মানি

জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, গড় মাসিক বেতন ১২ হাজার ৫৬৬ ইউরো (বার্ষিক ১,৫০,৭৯২ ইউরো)। মধ্যম আয় ১০ হাজার ২০৭ ইউরো (বার্ষিক ১,২২,৪৮৪ ইউরো), অভিজ্ঞ ও বিশেষায়িত পাইলটদের ক্ষেত্রে তা ৩ লাখ ৪২ হাজার ৭২ ইউরো পর্যন্ত হতে পারে। ইআরআইয়ের তথ্য অনুসারে, এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন পাইলটের গড় বেতন ৭৩,৭৮৫ ইউরো, আট বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের জন্য ১ লাখ ৩২ হাজার ১১৭ ইউরো।

ফ্রান্স

INSEE জানায়, ‘সিভিল এভিয়েশন টেকনিক্যাল ও কমার্শিয়াল ফ্লাইট অফিসার’দের গড় মাসিক বেতন ৯ হাজার ৩০০ ইউরো (বার্ষিক ১,১১,৬০০ ইউরো)। ERI অনুসারে, অভিজ্ঞ পাইলটদের জন্য গড় বেতন ১ লাখ ৯ হাজার ২৯২ ইউরো।

ছবি: এমিরেটসের ওয়েবসাইট থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ