আলীকদমে স্রোতে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার
Published: 13th, June 2025 GMT
বান্দরবানের আলীকদম উপজেলায় বেড়াতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকের নাম স্মৃতি ইসলাম।
শুক্রবার দুপুরে উপজেলার তৈনখালের আমতলী নৌঘাট এলাকা থেকে স্মৃতি ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে এখন পর্যন্ত মোট দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার জুবাইরুল ইসলাম নামে অপর পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ট্যুর গ্রুপের সহসমন্বয়ক মো.
আলীকদম থানার এসআই শাহাদাৎ হোসাইন বলেন, শুক্রবার সকালে তৈনখালের আমতলী নৌঘাট এলাকায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে লাশটি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। লাশ বুঝে নিতে নারী পর্যটকের স্বজনকে খবর দেওয়া হয়েছে।
নাম না প্রকাশের শর্তে আলীকদম উপজেলার কয়েকজন গাইড জানান, ৯ জুন ‘ট্যুর এক্সপার্ট’ নামে ৩৩ জনের একটি পর্যটক দল দু’জন গাইড নিয়ে থানচি-আলীকদমের মাঝখানে ক্রিসতং পাহাড়ে বেড়াতে যায়। দলের নেতৃত্বে ছিলেন বর্ষা নামে এক নারী ট্যুর অপারেটর। সহসমন্বয়ক হিসেবে ছিলেন হাসান চৌধুরী। ৩৩ সদস্যের এই দলটির গন্তব্য ছিল আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির সাকাহাফং পাহাড়ের চূড়া।
দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাত্রা করে। একটিতে ২২, অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন। একটি পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে ২২ সদস্যের দলের দুই পর্যটক ও এক ট্যুর অপারেটর প্রবল স্রোতে ভেসে যান। তার মধ্যে গতকাল বৃহস্পতিবার একজনের মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, উদ্ধার হওয়া দুই পর্যটকের মরদেহ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ন দরব ন পর যটক সদস য
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নবীনগরে গুলিবিদ্ধ ৩
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ