ছুটি শেষ, উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী ফিরতি পথেও চাপ
Published: 13th, June 2025 GMT
ঈদের ছুটি শেষ। কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে ফিরতি পথেও যানবাহনের ব্যাপক চাপ পড়েছে। যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত থেমে থেমে ঢাকা অভিমুখে চাপ দৃশ্যমান।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ থেকে কড্ডা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অংশে থেমে থেমে ফিরতি যানবাহনের চাপ দেখা গেছে। যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার টোল কেন্দ্রে নিয়ন্ত্রিত হারে ঢাকার দিকে যান পারাপার করায় সেতুর পশ্চিম পাড়ে চাপ সৃষ্টি হয়, যা সরেজমিনেও দেখা যায়। যানবাহনের চাপ নিয়ন্ত্রণে হিমশিম খায় সেতু পশ্চিম থানা ও ট্রাফিক পুলিশ।
সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঢাকা অভিমুখে যানবাহন পারাপারে সাতটি বুথই খুলে দেয় সেতু কর্তৃপক্ষ। অতিরিক্ত যানবাহন প্রতিটি বুথে ভিড় করে। হুড়োহুড়ি করে আগে যাবার প্রতিযোগিতা দেখা যায় চালকদের মাঝে। যেখানে সাতটি যানবাহন একসাথে টোল দিয়ে ঢাকার দিকে যেতে পারবে, সেখানে ভীড় করে কমপক্ষে সাতশো যানবাহন। এ কারণে দুপুর থেকেই থেমে থেমে যানবাহনের ধীরগতি দেখা যায়। তবে এখানে যানবাহনের পেছনে পেছনে যানবাহন থাকলেও কোন যানজট নেই।
যমুনা সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল সন্ধ্যায় বলেন, ফিরতি পথেও চালকদের হুড়োহুড়ি কারণে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। পশ্চিম টোলপ্লাজায় নিয়ন্ত্রিতভাবে যানবাহন ছাড়ায় এক ধরনের চাপের যানজট হয়। সেতুর দু’পারের জেলা ও ট্রাফিক পুলিশ নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
কড্ডা ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিআই সাইফুল ইসলাম শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় বলেন, সেতুর পশ্চিম টোলপ্লাজা থেকে কড্ডা পর্যন্ত ছয় কিলোমিটারজুড়েই ঢাকা অভিমুখে যানবাহনের দীর্ঘ সারি। জেলার ট্রাফিক পুলিশ এখানে দায়িত্বে আছি। পোশাক শ্রমিকদের কাজে ফেরার জন্য একসঙ্গে যাত্রা করায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।
এদিকে কর্মস্থলে ফেরার যাত্রায় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায় করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। শুক্রবার যমুনা সেতুর পশ্চিম পাড়ে অপেক্ষমাণ যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়। গাবতলীগামী শাপলা-সিহাব দম্পতি বলেন, সকালে এসেছি, বাসের খোঁজ-খবর নেই। হাজার টাকার নিচে কেউ যাবে না। ভাড়া দিয়ে কীভাবে যাব। চন্দ্রা (চান্দুরা) পর্যন্ত যেতে ২০০-৩০০ টাকা ভাড়া নেওয়া হয়। অথচ সেখানে বাসের সুপারভাইজার-হেল্পাররা ৮০০-১০০০ টাকা চাচ্ছেন।
গার্মেন্টস শ্রমিক আকাশ মাহমুদ বলেন, সকাল ১০টায় এসেছি। দুপুর দুইটা পর্যন্ত গাড়ি পাইনি। ভাড়া শুনলে মাথা ঘুরে যায়। আরেক যাত্রী আব্বাস বলেন, ভাড়া তো বেশি নিচ্ছে। সরকার এত চেষ্টা করছে। তারপরও পেরে উঠছে না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, হাটিকুমরুল মোড়ে বাস ঠেকিয়ে ঠেকিয়ে নির্দিষ্ট ভাড়ায় গার্মেন্টস শ্রমিকদের ঢাকার দিকে তুলে দিয়েছি। পথে যদি অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেয়, তখন আমরা কি করতে পারি।
সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভাড়ার বিষয়ে আমাদের কাছে অভিযোগ দেয়নি কেউই।
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পাকিস্তানের, জানা গেল না শুল্কের পরিমাণ
যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক কমাতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতে এ চুক্তি চূড়ান্ত হয়। তবে পাকিস্তানি পণ্যে নতুন করে কী পরিমাণ শুল্ক আরোপ করা হতে পারে তা এখনো প্রকাশ করা হয়নি।
শুল্ক নিয়ে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। তাঁর নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বুধবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তানের দূতাবাস বৃহস্পতিবার সকালে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘ঐতিহাসিক অগ্রগতির অংশ হিসেবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র আজ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তির লক্ষ্য দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করা, পণ্য রপ্তানি বাড়ানো, বিনিয়োগে আকৃষ্ট করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।’
বৃহস্পতিবার সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। তিনি লিখেন, ‘আমরা মাত্রই পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তাদের বিশাল তেলসম্পদ উন্নয়নে কাজ করবে।’
আরও পড়ুনদক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের, শুল্ক কমে ১৫ শতাংশ১৩ ঘণ্টা আগেট্রাম্প আরও বলেন, ‘এই অংশীদারত্বে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা তেল কোম্পানি বাছাইয়ের কাজ করছি। কে জানে, হয়তো একদিন তারা ভারতেও তেল রপ্তানি করবে!’
তবে কী পরিমাণ শুল্ক নির্ধারণ করা হয়েছে, কোনো পক্ষই তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। পাকিস্তান দূতাবাস জানিয়েছে, এই চুক্তির ফলে পাল্টা শুল্ক কমবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পাকিস্তানি পণ্যের ওপর। এ চুক্তি অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করছে বিশেষ করে জ্বালানি, খনিজ ও খনিজ সম্পদ, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য খাতে।
উল্লেখ্য, এর আগে বুধবার ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে এটি কার্যকর হচ্ছে।
আরও পড়ুনভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আলাদা ‘দণ্ড’৩০ জুলাই ২০২৫