যথাসময়ে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গৃহীত না হইলে একটা আশঙ্কা কতখানি দুঃসহ বাস্তবতায় পরিণত হয়, তাহার ধ্রুপদি উদাহরণ হইতে পারে বরগুনা জেলার প্রাণঘাতী ডেঙ্গুর হটস্পট হইয়া উঠা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব উদ্ধৃত করিয়া শুক্রবার সমকাল জানাইয়াছে, বৃহস্পতিবার পর্যন্ত সমগ্র দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সাড়ে ৫ সহস্র অপেক্ষা কিছু কম। তন্মধ্যে বরগুনাতেই ছিল প্রায় দেড় সহস্র, যাহা মোট রোগীর ২৫ শতাংশেরও অধিক। একই সময়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াইয়াছে সোয়া দুই সহস্রাধিক, যাহার অর্ধেকেরও অধিক ছিল বরগুনায়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, বরগুনায় বৃহস্পতিবার অবধি পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটিলেও বাসাবাড়ি ও জেলার বাহিরে চিকিৎসা গ্রহণ করিতে গিয়া তথাকার অন্তত ১০ জনের মৃত্যু হইয়াছে। এহেন পরিস্থিতিতে জেলায় চিকিৎসা সংকট প্রকট রূপ পরিগ্রহ করিয়াছে। বহু সংখ্যক রোগী বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে অবস্থান করিয়াও পর্যাপ্ত ঔষধ ও স্যালাইন না পাইবার অভিযোগ করিয়াছেন সমকাল প্রতিবেদকের নিকট। অন্যদিকে, ১০ জুনের বরগুনা জেনারেল হাসপাতালের অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গিয়াছে, জেলার অন্তত ১৩ শত ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদরের গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা ৩১৫ জন, দক্ষিণ মনসাতলী গ্রামের রহিয়াছেন ১০৫ জন। পৌর শহরের নিকটবর্তী উক্ত অঞ্চল খুবই ঘনবসতিপূর্ণ, যেথায় পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দিষ্ট কোনো কার্যক্রম নাই। অসংখ্য ডোবা-নালা জলাবদ্ধ থাকে বেশির ভাগ সময়। অর্থাৎ দ্রুত কার্যকর পদক্ষেপ গৃহীত না হইলে শুধু বরগুনার ডেঙ্গু পরিস্থিতিই অধিকতর জটিল রূপ ধারণ করিবে না; সংক্রামক রোগ বিধায় পার্শ্ববর্তী অঞ্চলেও তাহা সম্প্রসারিত হইতে পারে। এমনকি রাজধানীসহ বৃহৎ শহরগুলিও যে এই পরিস্থিতিতে নিরাপদ নহে, তাহা বলা বাহুল্য।
এমন নহে যে, কেন্দ্রীয় পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এই বিষয়ে সতর্ক করা হয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড.
ইতোপূর্বে আমরাও একাধিক সম্পাদকীয় স্তম্ভে ঢাকাসহ সমগ্র দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে শিথিল সরকারি কার্যক্রম লইয়া উদ্বেগ প্রকাশ করিয়াছিলাম। বিশেষত ২০১৯ সালের ডেঙ্গু মহামারির উদাহরণ টানিয়া উহার বিপদ সম্পর্কেও সতর্ক করা হইয়াছিল, যখন সরকারি হিসাবেই ডেঙ্গু রোগীর সংখ্যা লক্ষ অতিক্রম করিয়াছিল, আর মৃত্যু ঘটিয়াছিল ১৭৯ জনের। ২০২২ সালে প্রাণঘাতী এই রোগে মৃত্যু ছিল ২৮১, এবং উহার প্রধান কারণ ছিল সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলির উদাসীনতা– এই কথাও আমরা তখন স্মরণ করাইয়া দিয়াছিলাম। বাস্তবে ঐ সকলই অরণ্যে রোদন বলিয়া প্রমাণিত হইতে চলিয়াছে।
আমাদের প্রত্যাশা, এহেন দুর্ভাগ্যজনক পরিস্থিতি হইতে পরিত্রাণে দ্রুত স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট সকলেরই নিদ্রাভঙ্গ ঘটিবে। ডেঙ্গুর প্রকোপ প্রশমন, তৎসহিত সকলের সুচিকিৎসা নিশ্চিত হইবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর স থ ত বরগ ন য় কর য় ছ সরক র
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে