গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে ১৯৩টি দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ১৪৯টি, বিপক্ষে ১২টি এবং ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ।

প্রস্তাবে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। সেখানকার মানুষের জন্য সহায়তা নিশ্চিতে  ইসরায়েলকে অবরোধ তুলে নিতে হবে। এ ছাড়া যুদ্ধের সময় ইসরায়েলের আন্তর্জাতিক আইন মানা নিশ্চিত করতে সদস্য দেশগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ করতে অস্ত্র, টাকা ও বাণিজ্য বন্ধ করুন।’ অন্যদিকে, ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন এই প্রস্তাবকে ‘নৈতিক ব্যর্থতা’ এবং ‘রাজনৈতিক প্রহসন’ বলে মন্তব্য করেছেন।

জাতিসংঘ জানিয়েছে, ২০ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখোমুখি। পুরো জনসংখ্যা খাদ্য, পানি, ওষুধের অভাবে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের এ প্রস্তাবে যুদ্ধের কৌশল হিসেবে মানবিক সাহায্য আটকে সাধারণ মানুষকে অভুক্ত রাখার মতো পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে।

এদিকে, গাজায় সাহায্য পাঠানোর দাবিতে মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পদযাত্রার অংশ নিতে চাওয়া ২০০ জনের বেশি সমাজকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মরক্কো, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, গাজায় সহায়তা পৌঁছাতে অবরোধ ভাঙার চেষ্টা করা জাহাজ ম্যাডলিন থেকে আটক ছয় যাত্রীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ফিলিস্তিনি বংশোদ্ভূত রিমা হাসানও রয়েছেন।

ইসরায়েলের হামলায় গাজার ইন্টারনেট ও ফোন সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, এতে গাজার মানবিক সহায়তা কার্যক্রম এক প্রকার অচল হয়ে পড়েছে। তবে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হামাস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ত ব আহ ব ন ইসর য

এছাড়াও পড়ুন:

আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি আছেন ২ জন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন

তিনি বলেন, “মঙ্গলবার আইসিইউতে ছিল ৩ জন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর ৭ জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।”

আরো পড়ুন:

সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’

মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

ডা. নাসির উদ্দিন বলেন, “৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।”

বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ