চার ভারতীয়সহ ১৬ জনকে ঠেলে দিল বিএসএফ
Published: 14th, June 2025 GMT
পঞ্চগড়ের দুইটি সীমান্ত দিয়ে এবার চার ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৪ জুন) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রীপাড়া ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন:
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে দিল বিএসএফ
ভারতে পাচারের ২৫ বছর পর দেশে ফিরলেন নারী
আরো পড়ুন: পঞ্চগড় সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ
মিস্ত্রীপাড়া সীমান্তের মেইন পিলার ৪২১ এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটলিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা সাত বাংলাদেশি ও চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করায়। তাদের মধ্যে পুরুষ চারজন, নারী তিনজন, শিশু চারজন। পরে উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় প্রবেশ করানো নারী-শিশু ও পুরুষদের আটক করে বিজিবি।
পরিচয় নিশ্চিতের পর, তাদের পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। আটক চার ভারতীয় নাগরিককে মিস্ত্রীপাড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যেমে তাদের ভারতে ফেরত পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।
আরো পড়ুন: বিএসএফের ঠেলে দেওয়া ২১ জন ফিরে গেল পরিবারে
সদর উপজেলায় আটক বাংলাদেশিরা হলেন- খুলনা সিটি করপোরেশনের ফতেবাজার মুধূপুুর এলাকার আয়েশা শেখ (৩৯), ছেলে নিশান শেখ (২২) ও মিরাজুল শেখ (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের শুক্তক গ্রামের নিলুফা আক্তার (৩৭), তার মেয়ে মরিয়ম বেগম (৮), মেয়ে রোহান শেখ (৩) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার আক্তার মোল্লার ছেলে আবু তালেব (২১)।
আরো পড়ুন: পঞ্চগড় সীমান্তে আরো ২১ জনকে পুশ-ইন করল ভারত
আটক চার ভারতীয় হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বালিহাটি এলাকার আজিজুল আলী মন্ডল (৩১), তার স্ত্রী আজমিরা খাতুন (২৫), মেয়ে ফতেমা খাতুন (৭) ও ছেলে ইরানুর আলী মন্ডল (৪)।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, “ঠেলে দেওয়া সাত বাংলাদেশিকে আমাদের কাছে জিডিমূলে হস্তান্তর করে বিজিবি। তাদের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ তাদের পাহারা দিচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।”
অপরদিকে, পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটলিয়নের পুরোহিতগছ ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশিকে ঠেলে দেয়। তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। আটককৃতদের তেতুঁলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের তেঁতুলিয়া ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পুলিশি পাহারায় রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনী প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তরের কথা রয়েছে।
আটককৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার বিরগ্রাম এলাকার ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে বন্দনা রানী বিশ্বাস (৩৭), যশোরের অভয়নগর উপজেলার শ্যামনগর এলাকার তরিকুল শেখ (৪২), শার্শা উপজেলার বড় কলোনী এলাকার কোরবান আলী গাজী (৩৩), তার স্ত্রী নাজমা বেগম (২৭), কোরবানের বোন ফারজানা মারফত আলী গাজী (২৩)।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, “সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া পাঁচ বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তরের পরে তাদের তেতুঁলিয়া ডাকবাংলোতে রাখা হয়েছে। পুলিশ তাদের পাহারা দিচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।”
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশি ও চারজন ভারতীয়। আমরা বাংলাদেশিদের পুলিশের কাছে হস্তান্তর করেছি। ভারতীয়দের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যেমে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।”
ঢাকা/নাঈম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ সদর উপজ ল ব এসএফ র উপজ ল র র উপজ ল পর ব র র এল ক এল ক র র সদস
এছাড়াও পড়ুন:
সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী
অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়। ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়।
আরো পড়ুন:
কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির
অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প
বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।
বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ