মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও ইউক্রেন শান্তি আলোচনার বিষয় নিয়ে গতকাল শনিবার প্রায় ৫০ মিনিট ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস ও ক্রেমলিন—উভয় পক্ষ থেকেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘পুতিন আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন, তবে আরও গুরুত্বপূর্ণ ছিল ইরান নিয়ে আলোচনা। দেশটি সম্পর্কে তিনি ভালোই জানেন।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি। রাশিয়া-ইউক্রেন নিয়ে তুলনামূলকভাবে কম কথা হয়েছে, তবে সেটা আগামী সপ্তাহে আলোচনা করা হবে।’

বিবৃতিতে ট্রাম্প বলেন, ফোনালাপটি ছিল ‘প্রায় এক ঘণ্টা।’ ট্রাম্প বলেন, ‘তিনি যেমন মনে করেন, আমিও তেমন মনে করি—ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আমি তাঁকে বলেছি, তেমনি তাঁর যুদ্ধটিও (ইউক্রেন) শেষ হওয়া দরকার।’

পুতিনের সঙ্গে ফোনে আলাপের বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

পুতিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনার সময় পুতিন ট্রাম্পকে সম্প্রতি ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে অবহিত করেন। তিনি ইরানের পারমাণবিক ইস্যুতে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে রাশিয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন।

সাংবাদিকদের উশাকভ বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতির বিপজ্জনক উত্তেজনা দুজনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি বলেন, ভ্লাদিমির পুতিন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এ পরিস্থিতির ‘অপ্রত্যাশিত পরিণতি’ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।

উশাকভ আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার সময় রাশিয়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু পদক্ষেপের প্রস্তাব দিয়েছে, যা পারস্পরিক গ্রহণযোগ্য চুক্তি খুঁজে পেতে সহায়ক হতে পারে। রাশিয়া এই ইস্যুতে মধ্যস্থতার চেষ্টা চালাতে আগ্রহী এবং তাদের মূলনীতি ও অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।

ট্রাম্প ওই অঞ্চলকে ‘খুবই উদ্বেগজনক’ হিসেবে বর্ণনা করেছেন বলে জানান উশাকভ। তবে তিনি ইরানে ইসরায়েলের হামলার পক্ষে সাফাই গেয়েছেন।

উশাকভ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি দুই নেতা।

পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের শান্তি আলোচনার সময় যেসব সমঝোতা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন, বিশেষ করে যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি ট্রাম্পকে অবহতি করেছেন পুতিন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

অন্তর্বর্তী সরকার না চাইলে ‘মব সন্ত্রাসের’ ঘটনাগুলো ঘটতে পারত না: বাম গণতান্ত্রিক জোট

গণ-অভ্যুত্থানের পর দেশে যে ‘মব’ সন্ত্রাসের শুরু হয়েছিল, সেটা এখনো চলছে এবং নগ্ন রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। অন্তর্বর্তী সরকার না চাইলে এমন ঘটনাগুলো ঘটতে পারত না বলেও মন্তব্য করেছেন তাঁরা। জোটের নেতারা বলেছেন, মব নিয়ে অন্তর্বর্তী সরকারের ভাব এমন যে খারাপ কিছু তো করছে না।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ কথা বলেন। মব সন্ত্রাস ও মাজার-খানকায় হামলা বন্ধসহ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যে মব শুরু হয়েছিল, সেই মব এখনো দূর হয়নি। বরং নগ্ন রূপ নিয়েছে।...তাহলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) তখন কী করলেন?’

সরকার না চাইলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না মন্তব্য করে রুহিন হোসেন বলেন, মব নিয়ে সরকারের উপদেষ্টারা আকারে-ইঙ্গিতে যা বলেন, তাতে ভাবটা এ রকম যে খারাপ কিছু করছে না। অন্তর্বর্তী সরকার এসব ঘটনার দায় এড়াতে পারবে না।

দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কারের নামে শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করছেন না, কিন্তু সংবিধানের চার মূলনীতি পরিবর্তন করতে চান। অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

‘মব’ সন্ত্রাস ও মাজার-খানকায় হামলা বন্ধসহ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে

সম্পর্কিত নিবন্ধ

  • সংগীতশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি গ্রহণযোগ্য নয়: আসক
  • রাকসু নির্বাচন: ৬ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
  • অন্তর্বর্তী সরকার না চাইলে ‘মব সন্ত্রাসের’ ঘটনাগুলো ঘটতে পারত না: বাম গণতান্ত্রিক জোট