হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো বার্তা না পড়েই সারসংক্ষেপ জানা যাবে
Published: 15th, June 2025 GMT
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন অ্যাপে একে অপরের সঙ্গে বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ করেন অনেকেই। তবে ব্যস্ততার কারণে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সব বার্তার উত্তর দেওয়া সব সময় সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে ‘মেটা এআই’ চ্যাটবট। এর ফলে অন্যদের পাঠানো বার্তাগুলো না পড়েই উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউআবেটাইনফোর তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এ সুবিধা চালু হলে অন্যদের পাঠানো একাধিক বার্তা না পড়লেই চ্যাট অপশনে একটি বাটন দেখা যাবে। বাটনটিতে প্রেস করলে ‘প্রাইভেট প্রসেসিং’ নামের একটি সুরক্ষিত ব্যবস্থার মাধ্যমে বার্তার সারসংক্ষেপ তৈরি করে দেখাবে হোয়াটসঅ্যাপ। এই প্রক্রিয়ায় কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা মেটার সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হবে না। সবকিছু প্রক্রিয়াকরণ হবে ব্যবহারকারীর ডিভাইসেই।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর এ সুবিধায় ব্যবহারকারীদের পরিচয় বা বার্তার বিষয়বস্তু সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং তা কোনোভাবে মেটা বা তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের কাছে সংরক্ষণ করা হবে না। ঐচ্ছিক এ সুবিধা চাইলে সেটিংস থেকে বন্ধ রাখতে পারবেন ব্যবহারকারী। পরীক্ষামূলক পর্যায়ে থাকায় বর্তমানে নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারছেন।
অন্যদের পাঠানো বার্তার সারসংক্ষেপ প্রদর্শনের পাশাপাশি আরও একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। ‘রাইটিং হেল্প’ নামের সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা পাঠানো বার্তাকে স্বয়ংক্রিয়ভাবে আরও মার্জিত ও সংক্ষিপ্তভাবে লেখার সুযোগ পাবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় টসঅ য প স রস ক ষ প ব যবহ র
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নবীনগরে গুলিবিদ্ধ ৩
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ