রূপগঞ্জে ভুয়া এডিশনাল এসপি পরিচয়ে প্রতারণা করে বিবাহ করা ভুয়া পুলিশ অফিসারের বিরুদ্ধে  স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 রবিবার (১৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ  সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

ভুয়া এসপি জাকারিয়া সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার বাসিন্দা। পুলিশের এসপি পরিচয় দিয়ে চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৮নং ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরীকে প্রতারণার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।

এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , প্রতারণা করে এসপি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মারিয়া চৌধুরী নামে এক নারীকে বিয়ে করে। বিবাহের পর স্ত্রীর সাথে এখানেই  বসবাস শুরু করেন জাকির। সে সুবাদে দীর্ঘদিন ধরে সে রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় নিজেকে এডিশনাল এসপি পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারকমূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন ।

এদিকে দীর্ঘদিন যাবত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় মারিয়া চৌধুরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনের মামলা করেন। 

ভুক্তভোগী মারিয়া চৌধুরী অভিযোগ করে জানান,চার বছর আগে জাকারিয়া সঙ্গে তার মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। তখন সে নিজেকে এসপি পরিচয় দেন। পরে তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারিয়া চৌধুরীর বাবার বাড়ি চনপাড়ায় রেখে ঘর সংসার করে আসছেন।

বেশ কিছু দিন ধরে জাকারিয়া মারিয়ার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় নানা সময় শারীরিক নির্যাতন চালাতেন জাকারিয়া ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, জাকারিয়া নিজেকে পুলিশের এডিশনাল এসপি যার আইডি নং ৯৫১২৪৮৩ পরিচয় দিয়ে বিভিন্ন জেলা উপজেলার প্রতারণাসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিলেন। রূপগঞ্জের কয়েকটি মামলার আসামি তিনি।

শুধু তাই নয়, তার প্রোফাইল পিকচারে পুলিশের পোশাক পরিহিত ছবি ও পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে ।

ওসি আরো জানান,  প্রতারণার মাধ্যমে মারিয়া চৌধুরী নামে এক নারীকে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে যে সব মামলা রয়েছে সে সব মামলায় তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ র এল ক

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ