চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল ‘একটি চুক্তিতে পৌঁছাবে’ বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত বন্ধ করতে বহু পক্ষের মধ্যে ফোনে কথা হচ্ছে ও বৈঠক চলছে এবং তিনি নিজেই এই চুক্তিতে মধ্যস্থতা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত; দুই দেশ চুক্তি করবেও-যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম।’

ট্রাম্প উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘তেমনিভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও আমরা খুব শিগগির শান্তি প্রতিষ্ঠা করব। এখন বহু ফোনালাপ ও বৈঠক চলছে।’

শেষে ট্রাম্প লেখেন, ‘আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কিছুর জন্য কৃতিত্ব পাই না। তবে ঠিক আছে, জনগণ তা বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট এগেইন!’

এদিকে রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প ইসরায়েল-ইরান সংঘাত বন্ধের সম্ভাবনার কথা বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত বন্ধের মধ্যস্থতায় ভূমিকা রাখলে তা সমর্থন করবেন বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, গত শনিবার পুতিনের সঙ্গে ফোনালাপে তাঁর এই বিষয়ে কথা হয়েছে।

ইরানে ইসরায়েলের সর্বশেষ হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এসব হামলা অত্যন্ত ধ্বংসাত্মক ছিল। খুবই ধ্বংসাত্মক। ওরাও (ইসরায়েল) কিছুটা আক্রান্ত হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে ইরানের ওপর আঘাতটা ছিল খুবই ধ্বংসাত্মক।’

ইরানকে আলোচনার টেবিলে আনতে কোনো সময়সীমা আছে কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, কোনো সময়সীমা নেই। তবে তারা কথা বলছে। তারা একটি চুক্তি করতে চায়। তারা কথা বলছে এবং কথা বলা অব্যাহত রেখেছে।’

ওয়াশিংটন-তেহরানের মধ্যে আলোচনা বাতিল হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘এটা [সংঘাত বন্ধের আলাপ] আসলে আরও দ্রুত চুক্তি হতে সহায়তা করবে।’

সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে পুতিনের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি এতে আগ্রহী। তিনিও প্রস্তুত। তিনি আমাকে এই বিষয়ে ফোন করেছিলেন। আমরা এ নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। আমরা এটি নিয়ে তাঁর নিজের পরিস্থিতির (ইউক্রেন যুদ্ধ) চেয়েও বেশি আলোচনা করেছি। আমি বিশ্বাস করি এই বিষয়টির সমাধান হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র ম প বল ন স ঘ ত বন ধ ইসর য় ল

এছাড়াও পড়ুন:

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্পর্কিত নিবন্ধ

  • গ্যাস সংকট
  • চট্টগ্রাম–কক্সবাজার রুটে দুই ট্রেনের সময় বদলে যাচ্ছে
  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
  • পুতিনকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ফুটবল ম্যাচ কেন ৯০ মিনিটের হয়
  • পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫
  • চীন–যুক্তরাষ্ট্র, আবারও তিন মাসের বাণিজ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা ট্রাম্পের
  • পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প