Risingbd:
2025-11-03@02:31:44 GMT

টেস্ট হয়ে যাচ্ছে চার দিনের!

Published: 17th, June 2025 GMT

টেস্ট হয়ে যাচ্ছে চার দিনের!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিসর বাড়াতে এবং ছোট দলগুলোর অংশগ্রহণ সহজ করতে টেস্ট ক্রিকেটে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন পরিকল্পনায়, কিছু দল আগামী চক্র থেকে চার দিনের টেস্ট খেলবে। ঐতিহ্যবাহী শক্তিশালী দলগুলোকে রাখা হবে পাঁচ দিনের নিয়মে। লক্ষ্য- অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ টেস্ট ক্রিকেট গড়ে তোলা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলমান লর্ডস ফাইনালের সময় আইসিসির অভ্যন্তরীণ বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা হয়। আইসিসি চেয়ারম্যান জয় শাহ চার দিনের ম্যাচের প্রতি সমর্থন জানান, যা চারদিক থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়।

মূল উদ্দেশ্য হলো, আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো দলগুলোকে আরও বেশি টেস্ট ম্যাচে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। কারণ, আর্থিক ও সময়সীমার বাধায় এসব দেশ নিয়মিত পাঁচ দিনের টেস্ট আয়োজন করতে পারে না। চার দিনের টেস্ট হলে খরচ যেমন কমবে, তেমনি টেস্ট সিরিজের সময়সীমাও সংকুচিত হবে। যা ছোট দলগুলোর জন্য আদর্শ।

আরো পড়ুন:

প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে কতো টাকা পেলো দ.

আফ্রিকা?

চোকার্স দক্ষিণ আফ্রিকা এবার বিশ্ব চ্যাম্পিয়ন

তবে, ঐতিহ্যবাহী সিরিজগুলোতে কোনও পরিবর্তন আসছে না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত তাদের গুরুত্বপূর্ণ সিরিজগুলো যেমন অ্যাশেজ, বর্ডার-গাভাসকার ট্রফি কিংবা নতুন সংযোজিত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি আগের মতোই পাঁচ দিনেই খেলে যাবে।

চার দিনের টেস্ট অবশ্য নতুন কিছু নয়। ২০১৭ সালে এটি প্রথমবার চালু হয় এবং ইংল্যান্ড এরই মধ্যে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে এ ধরনের টেস্ট খেলে ফেলেছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন ৯৮ ওভার খেলা হবে, যা পাঁচ দিনের ম্যাচের চেয়ে বেশি। তাতে ম্যাচের ফল বের করে নেওয়া সম্ভব হবে কম সময়েই।

এই প্রস্তাবের পেছনে যুক্তি হিসেবে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার উদাহরণও। টেস্ট চ্যাম্পিয়ন হয়েও তারা টেস্ট খেলার জন্য দীর্ঘ বিরতিতে পড়ে। নতুন এই কাঠামো কার্যকর হলে এমন পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আইসিসির ধারণা, চার দিনের টেস্ট চালু হলে শুধু সময় বা অর্থই নয়, বদলাবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার ধরনও। এটি হবে এক নতুন যুগের সূচনা, যেখানে আরও বেশি দেশ টেস্ট খেলার সুযোগ পাবে এবং ক্রিকেট আরও বিস্তৃত, বৈচিত্র্যময় ও দীর্ঘস্থায়ী হয়ে উঠবে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট স ট চ য ম প য়নশ প দলগ ল আইস স

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল
  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • ট্রাম্প কি রাজার শাসন চালাচ্ছেন
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই