শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথমদিন ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল শান্ত। এর মধ্যে শান্তর সেঞ্চুরিতে মুগ্ধ হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক। তার মতে, শান্ত কোন সুযোগ না দিয়ে খুবই নিয়ন্ত্রিত ইনিংস খেলেছে। যা সেঞ্চুরির চেয়েও বেশি কিছু।

প্রথম দিন শেষে ১০৫ রানে অপরাজিত থাকা মুশফিক সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘শান্ত ব্যাটার হিসেবে ও অধিনায়ক হিসেবে অনেক দিন ধরে ভালো খেলছে। ক্যান্ডিতে সে এর আগে সেঞ্চুরি পেয়েছে। তবে আমার কাছে ভালো লেগেছে তার নিয়ন্ত্রিত ইনিংস। যেভাবে কন্ট্রোল করে খেলেছে, কোন সুযোগ না দেওয়া এটা গুরুত্বপূর্ণ।’

গলে ২০৩ বলে সেঞ্চুরি করার পর বাধভাঙা উদযাপন করেন নাজমুল শান্ত। ২৬০ বল খেলে ১৩৬ রানে দিন শেষ করা শান্তর ওই উদযাপনের পক্ষে ঢাল ধরেছেন মুশফিক। জানিয়েছেন, শান্তর থেকে শুধু ডাবল সেঞ্চুরি কেন ২৫০ রান চান তিনি, ‘চেষ্টা থাকবে নিজের ইনিংস যতটা বড় করতে পারি। শান্তর যেহেতু একটাও দুইশ’ নেই, আশা থাকবে দুইশ’ করুক, আড়াইশ’ই বা কেন নয়।’

মুশফিক ক্যারিয়ারের ৯৭তম টেস্ট খেলতে নেমেছেন। কিছু দিন অফ ফর্মে ছিলেন তিনি। ক্যারিয়ারের শেষ ধাপে প্রতিটি ইনিংস বিশেষ বলে মন্তব্য করেছেন টেস্টে দেশের পক্ষে সর্বাধিক ৬ হাজারের ওপর রান করা মুশফিক, ‘আমি ক্যারিয়ারের শেষ দিকে আছি, প্রতিটি ইনিংস স্পেশাল। সামনে যে সুযোগ আছে নেওয়ার চেষ্টা করি। একটা জেনেরেশনকে ধাপে ধাপে উপরে নিয়ে যেতে হবে। সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

গল টেস্টে প্রথম সেশনে ৪৫ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেট হলে সেখানে বড় রান করা যায়।  সেজন্য দ্বিতীয় দিন নতুন করে শুরু করতে হবে বলেও জানিয়েছেন মুশফিক। তিনি জানান, নতুন বলে শেষ সেশনে মাত্র ১০ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিন সকাল তাই দলের জন্য গুরুত্বপূর্ণ।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গল ট স ট শ ন তর

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ