১৮ জুন, ২০০৫। কার্ডিফ, ইংল্যান্ড। ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে। মোহাম্মদ আশরাফুলের অসাধারণ সেঞ্চুরি। শেষ ওভারের প্রথম বলে জেসন গিলেস্পিকে ছক্কা মারার পরের বলে ১ রান নিয়ে আফতাব আহমেদের উদযাপন। সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্যাচ। এবং ম্যাচের মতোই বিখ্যাত পরদিন প্রথম আলোয় প্রকাশিত সেই ম্যাচ রিপোর্টের শিরোনাম: ‘বাঘের গর্জন শুনেছে বিশ্ব।’ সেই জয়ের ২০ বছর পূর্তির দিনে উৎপল শুভ্রের সেই ম্যাচ রিপোর্ট পড়তে গেলে হয়তো নতুন করে রোমাঞ্চিত হবেন অনেক পাঠক।
বাংলাদেশের ক্রিকেট আকাশে নতুন সূর্যোদয় হলো কার্ডিফের সোফিয়া গার্ডেনে। গোটা বিশ্বকে চমকে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কাল ৫ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ! মোহাম্মদ আশরাফুলের অনবদ্য এক সেঞ্চুরিতেই এসেছে অস্ট্রেলিয়ার দর্প চূর্ণকারী এই অবিস্মরণীয় জয়।
সোফিয়া গার্ডেনে এর আগে যে চারটি ওয়ানডে ম্যাচ হয়েছে, তাঁর সব কটিতেই জিতেছে পরে ব্যাট করা দল। তাঁরপরও টসে জিতে কেন প্রথমে ব্যাটিং করলেন রিকি পন্টিং? চিরন্তন অস্ট্রেলীয় ঔদ্ধত্যকেই একমাত্র কারণ বলে মনে হচ্ছে না। মুখে যা-ই বলুন, ইংল্যান্ড সফরে প্রথম দু ম্যাচেই পরাজয় বিশ্ব চ্যাম্পিয়নদের এমনই নাড়িয়ে দিয়েছে যে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও নিরাপদ পথেই হেঁটেছেন পন্টিং। কিন্তু তাতেও তাঁর শেষ রক্ষা হলো না।
আরও পড়ুনওয়ানডের যে ১০টি রেকর্ড (হয়তো) ভাঙবে না কোনো দিন৭ ঘণ্টা আগেসোফিয়া গার্ডেনের উইকেট বোলারদের যা দেওয়ার তা সকালের এক ঘণ্টায়ই দিয়ে দেয়, এরপর তা হয়ে যায় শুধুই ব্যাটসম্যানদের। তাঁরপরও প্রথমে ব্যাট করাটাই যে পন্টিংয়ের কাছে নিরাপদ বলে মনে হলো, তাঁর দুটি কারণ অনুমান করা যাচ্ছে। এক.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে
হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।
সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।
যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্যাপন