প্রায় আধা ঘণ্টা ধরে ঢাকার বাসাবো এলাকায় সেলিম নামের এক ব্যক্তি শৌচাগার খুঁজছিলেন। অবশেষে একটি শৌচাগারের খোঁজ পেলেও সেখানে দীর্ঘ লাইনের মুখোমুখি হন তিনি। যখন অপেক্ষার পর তাঁর সিরিয়াল এল, তখন ভেতরে প্রবেশ করে তিনি যে দৃশ্য দেখলেন, তাতে স্বস্তির বদলে প্রবল অস্বস্তি ও বিরক্তি ঘিরে ধরল তাঁকে।
শৌচাগারের নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থা ছিল অত্যন্ত দুর্বিষহ। এই অভিজ্ঞতা শুধু সেলিমের একার নয়; এটি নগরজীবনের প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। বিশেষ করে নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য এই পরিস্থিতি আরও বিড়ম্বনার।
সময়মতো প্রকৃতির ডাকে সাড়া দিতে না পারার ফলে দেখা দেয় নানা স্বাস্থ্যঝুঁকি—পেটব্যথা, সংক্রমণ, ব্লাডার ও কিডনির জটিলতা, ঘন ঘন ডায়রিয়া এমনকি অন্ত্রের ক্যানসারের মতো গুরুতর রোগ। একবিংশ শতাব্দীতে এসে এমন ভোগান্তি দুঃখজনক এবং বৈষম্যের মতো।
স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সিটি করপোরেশনের উচিত ঢাকা মহানগরের ব্যস্ততম এলাকা, যাত্রীছাউনি ও জনসমাগমস্থলে পর্যাপ্ত আধুনিক ও পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ করা। সেই সঙ্গে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পরিষ্কার, নিরাপদ ও সহজপ্রাপ্য শৌচাগার ব্যবহারের সুযোগ নাগরিকদের মৌলিক অধিকার। তাই বিভিন্ন গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করে এই উদ্যোগকে সফল করতে হবে।
সোনিয়া ক্যাথি
গভ.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত
ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট। ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা। জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে ২৮ হাজার ৯৬ ইউরো উপার্জন করেন। যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে। ডেনমার্কে ২০২৩ সালে মাসিক বেতন ১৩ হাজার ৫২৩ ইউরো, দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন।
অভিজ্ঞতা অনুযায়ী বেতনের বৈচিত্র্য
পাইলটদের বেতন দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যুক্তরাজ্যে বেতন শুরু হয় বছরে ৫৪ হাজার ২৮৩ ইউরো (৪৭,০০০ পাউন্ড) থেকে, অভিজ্ঞ পাইলটদের জন্য এটি প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ ইউরো (১ ইউরো সমান ১৪১ টাকা ৭৭ পয়সা, ২২ অক্টোবর ২০২৫ হিসাবে) পর্যন্ত হতে পারে, জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্যারিয়ার্স সার্ভিস।
ইআরআই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জানায়, আট বছরের বেশি অভিজ্ঞতার পাইলটরা এক থেকে তিন বছরের অভিজ্ঞ পাইলটের চেয়ে ৬০ থেকে ৮০ শতাংশ বেশি আয় করেন। অর্থাৎ অভিজ্ঞ পাইলটরা প্রায় তিন গুণ বেশি উপার্জন করেন।
আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫দেশভিত্তিক তথ্যযুক্তরাজ্য
২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এএনএসের তথ্যানুসারে, পূর্ণকালীন ‘এয়ারক্রাফট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার’-এর বার্ষিক আয় প্রায় ৯৫ হাজার ২৪০ ইউরো (৮০,৪১৪)। ইআরআইয়ের মতে, গড় বার্ষিক বেতন ৯০ হাজার ২৫৩ ইউরো (৭৮,১৪৬ পাউন্ড), লন্ডনের জন্য ১ লাখ ১৫ হাজার ৫৬২ ইউরো (১০০,০৬০ পাউন্ড)।
জার্মানি
জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, গড় মাসিক বেতন ১২ হাজার ৫৬৬ ইউরো (বার্ষিক ১,৫০,৭৯২ ইউরো)। মধ্যম আয় ১০ হাজার ২০৭ ইউরো (বার্ষিক ১,২২,৪৮৪ ইউরো), অভিজ্ঞ ও বিশেষায়িত পাইলটদের ক্ষেত্রে তা ৩ লাখ ৪২ হাজার ৭২ ইউরো পর্যন্ত হতে পারে। ইআরআইয়ের তথ্য অনুসারে, এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন পাইলটের গড় বেতন ৭৩,৭৮৫ ইউরো, আট বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের জন্য ১ লাখ ৩২ হাজার ১১৭ ইউরো।
ফ্রান্স
INSEE জানায়, ‘সিভিল এভিয়েশন টেকনিক্যাল ও কমার্শিয়াল ফ্লাইট অফিসার’দের গড় মাসিক বেতন ৯ হাজার ৩০০ ইউরো (বার্ষিক ১,১১,৬০০ ইউরো)। ERI অনুসারে, অভিজ্ঞ পাইলটদের জন্য গড় বেতন ১ লাখ ৯ হাজার ২৯২ ইউরো।
ছবি: এমিরেটসের ওয়েবসাইট থেকে নেওয়া