মাল্টিপল মায়েলোমা একটি জটিল, কিন্তু তুলনামূলকভাবে কম পরিচিত রক্ত ক্যানসার, যা প্লাজমা সেল নামে শ্বেত রক্তকণিকাকে আক্রান্ত করে।

প্লাজমা সেল আমাদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এ সেলগুলো অ্যান্টিবডি তৈরি করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু যখন এ কোষগুলো ক্যানসার আক্রান্ত হয় তখন তারা কার্যকর অ্যান্টিবডির পরিবর্তে এম প্রোটিন বা মনোক্লোনাল প্রোটিন নামে একধরনের অপ্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে থাকে, যা শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে।

এ রোগটির সূত্রপাত সাধারণত অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জায় প্লাজমা সেল অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং অন্যান্য সুস্থ রক্তকণিকার স্থান দখল করে নেয়। এর ফলে রোগীর শরীরে নানা জটিলতা দেখা দেয়। যেমন হাড়ের ব্যথা, রক্তশূন্যতা, বারবার সংক্রমণ, কিডনির সমস্যা ও হাড় দুর্বল হয়ে ভেঙে যাওয়া। অনেক সময় রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে মানসিক বিভ্রান্তি, বমিভাব ও অতিরিক্ত তৃষ্ণার মতো উপসর্গ দেখা দেয়। মাল্টিপল মায়েলোমার লক্ষণগুলো সাধারণত ধীরে ধীরে প্রকাশিত হয়। ফলে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেকেই হাড়ের ব্যথা বা দুর্বলতাকে বয়সজনিত সমস্যা বলে ধরে নিয়ে চিকিৎসা নিতে দেরি করেন। অথচ প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করতে পারলে চিকিৎসায় অনেক বেশি সুফল পাওয়া যায়।

রোগ নির্ণয়ের জন্য কিছু বিশেষ পরীক্ষা প্রয়োজন হয়, যেমন রক্তের প্রোটিন ইলেকট্রোফোরেসিস, মূত্র পরীক্ষা (প্রস্রাবে বেনস জোনস প্রোটিনের উপস্থিতি), অস্থিমজ্জা বায়োপসি, এক্স-রে বা এমআরআই এবং কিডনি ও ক্যালসিয়ামের মাত্রা নির্ণয়। উন্নত ক্ষেত্রে ফ্লো সাইটোমেট্রি ও মলিকুলার টেস্ট ব্যবহার করা হয় রোগের ধরন ও অগ্রগতি বুঝতে। চিকিৎসায় রয়েছে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, স্টেম সেল ট্রান্সপ্লান্ট, রেডিওথেরাপি ও স্টেরয়েড থেরাপি। চিকিৎসা নির্ভর করে রোগীর বয়স, শারীরিক অবস্থা ও রোগের ধাপের ওপর। বর্তমানে অনেক রোগী দীর্ঘদিন রেমিশন বা নিয়ন্ত্রণের পর্যায়ে থেকে ভালোভাবে জীবন কাটাতে পারছেন।

বাংলাদেশে এ রোগ সম্পর্কে সচেতনতা এখনো খুব কম। ফলে অনেক রোগী দেরিতে চিকিৎসা নেন এবং জটিল অবস্থায় হাসপাতালে আসেন। তবে আশার কথা হলো দেশে এখন আধুনিক হেমাটোলজি সেবা, ক্যানসার চিকিৎসাকেন্দ্র ও দক্ষ চিকিৎসক রয়েছেন। এ রোগ প্রতিরোধের নির্দিষ্ট উপায় না থাকলেও সচেতনতা হতে পারে সবচেয়ে বড় প্রতিরক্ষা। বয়স ৫০ পেরোলেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, অস্বাভাবিক হাড়ের ব্যথা বা দুর্বলতাকে গুরুত্ব দেওয়া এবং বারবার সংক্রমণ হলে দ্রুত রক্ত পরীক্ষা করানো উচিত। মাল্টিপল মায়েলোমা ভয়াবহ হলেও নিয়ন্ত্রণযোগ্য। প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও মানসিক সহায়তা—এই তিনের সমন্বয়ে রোগী একটি দীর্ঘ, স্বাভাবিক ও সম্মানজনক জীবন যাপন করতে পারেন।

ডা.

গুলজার হোসেন, সহকারী অধ্যাপক, রক্তরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ল ট পল ম য় ল ম পর ক ষ

এছাড়াও পড়ুন:

লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮

কুমিল্লার লাকসামে একটি এতিমখানার খামার থেকে গত শুক্রবার পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় তাদের হামলায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজন আহত হন। মাদরাসা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এর সংলগ্ন এতিমখানার খামারে ঘটনাটি ঘটে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু লুট করেছিল ডাকাতরা।

আরো পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়।

এলাকাবাসী জানান, মাদরাসার আয় এই খামারের মাধ্যমে হয়। তিন মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় এক পাশ ফাঁকা পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু অবশিষ্ট রয়েছে।

খামারের সামনে পড়ে আছে ডাকাত দলের ব্যবহৃত তুষের বস্তা, যা দিয়ে গরুগুলো পিকআপ ভ্যানে তোলে তারা। গরু উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মামলার বাদী এবং মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুটি পিকআপ ভ্যান নিয়ে এসে অস্ত্রের মুখে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে। শিক্ষকদের মারধর করে তাদের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। তারা খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে পাঁচটি গরু পিকআপ ভ্যানে তুলে নেয়। শিক্ষক ও ছাত্রদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, খামারের আয়ের ওপর ভিত্তি করে মাদরাসার কার্যক্রম চলে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু নিয়ে যায় ডাকাতরা।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “লুট হওয়া গরু উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ