অফশোর ব্যাংকের বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকায় ঋণ দেওয়া যাবে: বাংলাদেশ ব্যাংক
Published: 3rd, July 2025 GMT
ব্যাংকগুলো এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা তহবিল জামানত হিসেবে ব্যবহার করে দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তিপর্যায়ে টাকায় ঋণ দিতে পারবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও তাঁদের ওবিইউতে জমাকৃত বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনিবাসী হিসাবধারীদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের মাধ্যমে টাকায় ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহারের সুযোগ থাকবে। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি ও বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলো বৈদেশিক মুদ্রায় ওবিইউতে আমানত রাখতে পারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে।
তবে ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, প্রবাসী বাংলাদেশি ও তাঁদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন কোম্পানি ইত্যাদি।
জামানত হিসেবে ব্যবহৃত এই অর্থের বিপরীতে শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধনি ঋণ দেওয়া যাবে এবং জামানতের জন্য মাশুল দিতে হবে না। তবে প্রয়োজনবোধে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ঝুঁকি মোকাবিলায় ব্যাংক জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখা যাবে। ঋণ পরিশোধ না হলে নির্ধারিত আনুষ্ঠানিকতা মেনে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ওবিইউ ছাড়াও প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে থাকা ব্যালান্সও জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নেওয়া যাবে। তবে ওবিইউর মাধ্যমে পরিচালিত ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ জামানত হিসেবে ব্যবহার করা যাবে না।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে পরিচালিত বিদেশি মালিকানাধীন কোম্পানি–সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা বলেছেন, স্থানীয়ভাবে জামানত দেওয়া সহজ নয়। বিদেশি শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারী কোম্পানি কর্তৃক বাংলাদেশে জমাকৃত বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে ব্যাংকে রেখে এখন টাকায় ঋণ পাওয়া সহজ হবে। ফলে নতুন বিধিতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে বলে তাঁরা মন্তব্য করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ম নত হ স ব ট ক য় ঋণ ব যবহ র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫