বই ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, শিক্ষক কারাগারে
Published: 3rd, July 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে বই ফেরত আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীর দাদা বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক আরিফ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে।
আরিফ মিয়া শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে। তিনি মুলাইদ আয়শা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের শিক্ষক।
মামলায় অভিযোগ করা হয়েছে, শনিবার (২৮ জুন) বেলা সোয়া ১১টায় মুলাইদ (রঙ্গীলা) তালিমুল কুরআন আন্তর্জাতিক মহিলা মাদ্রাসার তৃতীয় তলার অফিস কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন আরিফ।
থানায় দায়ের করা এজাহারে বলা হয়েছে, ভিকটিম আরিফের কাছে প্রাইভেট পড়ত। এ সুযোগে শিক্ষক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেন। কয়েক দিন আগে আরিফ ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি বিজ্ঞান বই নেন। ২৮ জুন বই ফেরত দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে মুলাইদ (রঙ্গীলা) তালিমুল কুরআন আন্তর্জাতিক মহিলা মাদ্রাসায় ডাকেন আরিফ। শিক্ষকের কথামতো শিক্ষার্থী ওই মাদ্রাসায় গেলে তাকে তৃতীয় তলার অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন আরিফ। এ সময় শিক্ষার্থী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে হুমকি দিয়ে এ বিষয়ে কাউকে জানাতে নিষেধ করা হয়। ওই শিক্ষার্থী বাড়িতে ফিরে তার মাকে জানায়। স্বজনদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার (৩ জুলাই) শ্রীপুর থানায় আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর দাদা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, ভিকটিমের দাদার অভিযোগের ভিত্তিতে শিক্ষক আরিফ মিয়াকে মুলাইদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদে তিনি শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/রফিক সরকার/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ওই শ ক ষ র থ
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’