রকেট উৎক্ষেপণ ও স্পেসওয়াকের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে নাসা, দেখা যাবে যেভাবে
Published: 4th, July 2025 GMT
রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশে নভোচারীদের স্পেসওয়াকের (মহাকাশে গিয়ে নভোযানের বাইরে হাঁটা বা ঘোরা) দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুধু তা–ই নয়, মহাকাশে বিভিন্ন গবেষণা চালানোর সময় নভোচারীদের বিভিন্ন কার্যক্রমও সরাসরি দেখাবে সংস্থাটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আগ্রহী ব্যক্তিরা এসব দৃশ্য ভিডিও স্ট্রিমিং মাধ্যমে নেটফ্লিক্সের মাধ্যমে ঘরে বসেই দেখতে পারবেন। এ বছরের শেষ নাগাদ এ সুবিধা চালু হবে।
নতুন এ সুবিধা চালুর জন্য নেটফ্লিক্সের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে নাসা। চুক্তির আওতায় নেটফ্লিক্সের সব গ্রাহক তাদের নির্ধারিত সাবস্ক্রিপশন প্ল্যানের আওতায় বিজ্ঞাপন ছাড়াই নাসার সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। নতুন এ উদ্যোগের ফলে মহাকাশ গবেষণার বিস্ময়কর সব দৃশ্য আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছানো যাবে বলে ধারণা করছে নাসা।
আরও পড়ুনমহাকাশ গবেষণায় নাসার সঙ্গে কাজ করার সুযোগ০৬ মে ২০২৫নাসার তথ্যমতে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও, অডিও এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজেদের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছে নাসা। এবার নেটফ্লিক্সের মতো জনপ্রিয় মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বব্যাপী আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালে চালু হওয়া নাসার নিজস্ব স্ট্রিমিং মাধ্যম ‘নাসা+’-এর মাধ্যমে রকেট উৎক্ষেপণসহ মহাকাশ অভিযানের ভিডিও বিনা মূল্যে দেখা যায়। নতুন এ সুবিধা চালুর পরও এ সেবা আগের মতোই অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে, নেটফ্লিক্সে নাসা+ নামে একটি আলাদা ট্যাব যুক্ত করা হবে, যেখানে নাসার সব অনুষ্ঠান ও সম্প্রচারের তালিকা পাওয়া যাবে। এ অংশে থাকবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের লাইভ ভিউ, মহাকাশচারীদের কার্যক্রম, বিভিন্ন গবেষণামূলক মিশনের দৃশ্য ইত্যাদি।
সূত্র: নিউজ১৮
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে