দুর্নীতি মামলা থেকে রেহাই পাচ্ছেন না জ্যাকুলিন
Published: 5th, July 2025 GMT
প্রতারক সুকেশ চন্দ্র শেখরের ২০০ কোটি টাকার দুর্নীতি মামলার জেরে অনেকটা এলোমেলো হয়ে গিয়েছিল জ্যাকুলিন ফার্নান্ডেজের জীবন। পুলিশি জেরা আর আদালতে চক্কর কাটতে কাটতে সময়টা হয়ে উঠেছিল দুর্বিষহ। তবু হাল ছাড়েননি এই বলিউড অভিনেত্রী। নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে গেছেন। দুর্নীতি মামলা থেকে রেহাই পাবেন কিনা নতুন করে এই প্রশ্ন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, আদালত জ্যাকুলিনের আর্জি খারিজ করে দেওয়ায়।
সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সুকেশের মামলা থেকে মুক্তির জন্য কিছুদিন আগে জামিনের আবেদন করেছিলেন জ্যাকুলিন।
দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চে ওই মামলা দায়ের করা হয়েছিল। সেখানে অভিনেত্রী দাবি করেছিলেন, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে পাওয়া বিলাসবহুল উপহারের অবৈধ উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন না। জ্যাকুলিনের পক্ষে সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল, প্রশান্তা পাটেল ও শক্তি পান্ডে আদালতে যুক্তি দেন।
আইনি দলটি জোর দিয়ে জানায়, অভিনেত্রী উপহারগুলো ব্যক্তিগত মনে করেছিলেন এবং তাঁকে কখনও জানানো হয়নি যে সেগুলো প্রতারণার মাধ্যমে কেনা। কিন্তু আইনজীবীদের যুক্তি-তর্কের পরও বৃহস্পতিবার ৩ জুলাই জ্যাকুলিনের সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তাঁর সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। ইডি [ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট] আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে যে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা তাঁর ভাই ও বোনের, সেখানেও ১,৭২,৯১৩ মার্কিন ডলার ২৬,৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল।
অভিনেত্রী বারবার দাবি করেছেন, সুকেশের থেকে পাওয়া উপহারের আর্থিক উৎস সম্পর্কে তাঁর কিছুই জানা ছিল না। সে কারণে তিনি উপহার নেন। কিন্তু ইডির দাবি, জেরার সময় সত্যতা গোপন করেছেন জ্যাকুলিন। অভিনেত্রী বারবার জানিয়েছিলেন ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখর নাকি তাঁকে ফাঁসিয়েছে। তবে তা নিয়ে কোনো তথ্যপ্রমাণ দিতে পারেননি।
ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী, জ্যাকুলিন জেনে বুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকি, সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকুলিন নিজের ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলেছিলেন।
যদিও আদালতে সুকেশ আগেই দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় জ্যাকুলিন কোনোভাবেই জড়িত নন। হোয়াটসঅ্যাপে ‘ঠগ’ সুকেশ আশ্বাস দিয়েছিল জ্যাকুলিনকে কোনো ঝঞ্ঝাটে পড়তে দেবে না সে। অথচ সেই বিপাকেই পড়তে হলো অভিনেত্রীকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর
প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। এদিন নূরুল হুদার জামিন আবেদন করে তার আইনজীবী তৌহিদুল ইসলাম সজিব। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নূরুল হুদার আইনজীবী সজিব বলেন, আমরা আজ নূরুল হুদার জামিন চেয়ে আবেদন করি। আদালত জামিন নামঞ্জুর করেছেন। কী গ্রাউন্ডে তার জামিন নামঞ্জুর করা হয়েছে, সেই আদেশের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
এর আগে মঙ্গলবার এ মামলায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নূরুল হুদা। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে ওইদিন তাকে আদালতে হাজির করা হয়। তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা তা রেকর্ড করার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।