নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সৈয়দ মশিউর রহমান ওই এলাকার সৈয়দ সোলায়মান কবীর খোকন ও তানিয়া কবীর দম্পতির ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

মশিউর রহমানের পরিবার জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে মশিউর রহমান একই এলাকায় সুফিয়া সুলতান মহিলা মাদ্রাসার কাছে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মশিউর রাতে প্রাইভেট পড়তে আসেনি।

মশিউর রহমানের বাবা দন্তচিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর বলেন, ‘শুক্রবার রাত নয়টা পর্যন্ত বাসায় না আসায় শিক্ষকের কাছে ফোন করে জানতে পারি, সেখানেও সে যায়নি। আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার শরীরে খয়েরি রঙের গেঞ্জি, প্যান্ট ও স্যান্ডেল ছিল।’

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হনগঞ জ

এছাড়াও পড়ুন:

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেললাইনে চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর জংশনের অদূরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে পাশের অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

জয়দেবপুর রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান বলেন, বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাইয়ুম আলী জানান, ট্রেনটি উদ্ধারের আগপর্যন্ত ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে দ্রুততম সময়ের মধ্যে ট্রেনের বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোণায় ৩ ছাত্রীকে বেত্রাঘাত, শিক্ষককে অব্যাহতি
  • গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেললাইনে চলাচল বন্ধ
  • মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ