প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক
Published: 7th, July 2025 GMT
ফেসবুকে পরিচয়, এরপর পরিণয়। প্রেমের টানে খুলনার দাকোপে চলে এসেছেন চীনের সিচুয়ান প্রদেশের যুবক ঝাং বুথাও। বিয়ে করেছেন দাকোপের চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে। এই দম্পতিকে দেখতে গ্রামে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা ছিল ঝাং বুথাওয়ের। এসএসসি পরীক্ষার পর বাড়িতে থাকতেন পিংকি। তার বাবা স্বপন সরকার একজন ভ্যানচালক। ফেসবুকে পিংকির সঙ্গে পরিচয় হয় ঝাং বুথাওর। তবে, তাদের কেউই একে অন্যের ভাষা বুঝতেন না। ভাষা বুঝতে তারা সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে দুইজনের মধ্যে শুরু হয় আলাপ। পরে সম্পর্ক গড়ায় পরিণয়ে।
তখন ঝাং বুথাও সিদ্ধান্ত নেন বাংলাদেশ আসার। গত জুন মাসের শেষে তিনি দেশে আসেন। কয়েকদিন পরই মোংলায় খ্রিস্টান রীতিতে তাদের বিয়ে হয়। এখন এই দম্পতি দাকোপেই আছেন।
আরো পড়ুন:
জার্মানিতে কি বাল্যবিয়ে হয়?
কারাগারে নোবেলের বিয়ে
সম্প্রতি আসাভুয়া গ্রামে পিংকির বাড়ি গিয়ে দেখা যায়, প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে মানুষ তাদের দেখতে আসছেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন তারা। ঝাং বুথাও-এর কথা বুঝতে না পেরে সবাই আনন্দ উপভোগ করছেন। শুরুতে খাবারে সমস্যা হলেও এখন বাংলাদেশি খাবারেই মানিয়ে নিয়েছেন ঝাং বুথাওয়ে।
নববধূ পিংকি সরকার বলেন, “শ্বশুরবাড়ির লোকজন অনলাইনে আমাদের বিয়ে দেখেছেন। তারাও খুব খুশি। ঝাং বুথাও এখানে ছোট ব্যবসা করার পরিকল্পনা করছে। এর মধ্যেই তিনি আমার পাসপোর্ট ও ভিসা করাবেন। আমার মন চাইলে আমাকে চীনে নিয়ে যাবেন তিনি।”
মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বলেন, “পিংকি এবং ওদের পরিবারের সবাই খুব ভালো। বাংলাদেশের মানুষও অনেক ভালো। আমি এখানে থেকে ব্যবসা করতে চাই।”
পিংকির বাবা স্বপন সরকার বলেন, “প্রথম দিকে জামাইয়ের কথা বুঝতে পারতাম না। মোবাইলের অ্যাপের মাধ্যমে কথা বলি। ওর আচার ব্যবহার ভালো। ঈশ্বর ওদের সুখি করুক এটাই প্রার্থনা।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ
জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তার দুপাশে ও ফকির রোডে ১ হাজার ৫ শত বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করি খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।
উদ্ধোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।