জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর এই স্মৃতিস্তম্ভর ডিজাইন করেছে। নওগাঁ গণপূর্ত বিভাগ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। আশা করি, আগামী ৫ আগস্টের মধ্যে এর কাজ শেষ হবে। এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে ও দোয়া করা হবে।  

তিনি আরও বলেন, ৫ আগস্ট কি হয়েছিলো, ২৪-এর গণঅভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের যে গল্প নতুন প্রজন্ম এই স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর স্মৃতিস্তম্ভের মাধ্যেমে তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে পারবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর ৯ জন প্রাণ হারিয়েছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নওগ ই স ম ত স তম ভ দ র স মরণ আগস ট

এছাড়াও পড়ুন:

গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন: নাহিদ

গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘২০২৪-এ এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা দেখেছেন, বিবিসি একটি প্রতিবেদন করেছে; গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই সব গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। গুলিতে নিহত সব হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনা ও আওয়ামী লীগ দায়ী।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’’

আরো পড়ুন:

‘শেখ হাসিনাই গুলির নির্দেশ দিয়েছিলেন’ অডিও যাচাই করে বলছে বিবিসি

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব 

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
  • গণঅভ্যুত্থানে কুবি শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি, ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা
  • দেশে যেন নতুন স্বৈরাচারের জন্ম না হয় : নাহিদ 
  • আমাদের নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম
  • সানেমের জরিপে নতুন বন্দোবস্ত নিয়ে পুরোনো বার্তা
  • শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ ‘ট্রেলারমাত্র’: তাজুল ইসলাম
  • গণঅভ্যুত্থানে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ ‘ট্রেলারমাত্র’: তাজুল ইসলাম
  • জুলাই গণঅভ্যুত্থানে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে’ গুলি করে পুলিশ: সপ্রানের গবেষণা
  • গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন: নাহিদ