কুষ্টিয়ায় যশোর বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ‍যুক্তিবিদ্যা প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি করে সেই প্রশ্ন প্রত্যাহার করে নির্ধারিত প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) শহরের মিলপাড়া এলাকার কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর জেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন। এ ঘটনায় কেন্দ্র সচিব কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা ছিল। সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৩০ নম্বরের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার প্রশ্ন বিতরণ করা হয়। কেন্দ্রে কয়েকটি কলেজের মানবিক বিভাগের ১২৬ জন পরীক্ষার্থী ছিলেন। দুইটি কক্ষে ৫২ জনের মধ্যে যুক্তিবিদ্যা প্রথম পত্রের গ সেটের ১২১ কোডের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের গ সেটের ১২২ কোডের প্রশ্ন বিতরণ করা হয়।

আরো পড়ুন:

বন্যা: কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

দুই মাসের কম সময়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষা উপদেষ্টা 

শিক্ষার্থীরা প্রশ্ন দেখার পর বিষয়টি শিক্ষকদের জানান। এ সময় শিক্ষকেরা দ্রুত প্রশ্নগুলো ফেরত নিয়ে নেন। বিষয়টি কেন্দ্র সচিব জানার পর যুক্তিবিদ্যা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করেন এবং যথাসময়ে পরীক্ষা শেষ করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, “ঘটনাটি জেলা প্রশাসনকে জানালে দ্রুত একজন ম্যাজিস্ট্রেট কেন্দ্রে আসেন। পরে বিতরণ করা কক্ষের ভেতরে পড়ে থাকা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন উদ্ধার করা হয়। ওই প্রশ্নের কোনো ছবি বা কপি বাইরে চলে গেছে কি না, নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।”

তিনি বলেন, “ভুল প্রশ্নপত্রের প্যাকেট খুলে কেন্দ্রের প্রতিটি কক্ষে পাঠানো হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে আবার সঠিক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।”

আরেক শিক্ষক বলেন, “ট্রেজারিতে প্রশ্নের প্যাকেট করার সময় মহাবিদ্যালয়ের যেসব শিক্ষক দায়িত্বে ছিলেন, তাদের অবহেলার কারণে ভুল প্যাকেট তৈরি করা হয়েছিল। এছাড়া বিষয় কোড অনুযায়ী প্রশ্নপত্র এনে অধ্যক্ষের সামনে কোড মিলিয়ে প্রশ্নপত্র খোলার নিয়ম। কিন্তু তা না করে প্যাকেট খুলে প্রশ্নপত্র সরাসরি কক্ষে কক্ষে পাঠানো হয়।”

নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, “বিতরণ করা নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের বিষয় কোডের সঙ্গে তাদের আজকের বিষয় কোড না মেলায় কক্ষে থাকা শিক্ষকদের জানানো হয়। পরে দ্রুত প্রশ্নগুলো তুলে নেওয়া হয়। কিছুটা দেরিতে পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল।”

কেন্দ্র সচিব ও কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সালাহ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটা ঘটনা ঘটে গেছে। এটা ট্রেজারিতে প্রশ্ন প্যাকেটবন্দি করার সময় ভুলবশত হয়েছিল। প্যাকেট খোলার সময় হয়তো কেউ খেয়াল করেননি। এর দায় কেন্দ্র সচিব হিসেবে এড়াতে পারি না। দায় থেকেই যায়।”

জেলা প্রশাসক মো.

তৌফিকুর রহমান বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছিল। ট্রেজারিতে প্রশ্ন প্যাকেটবন্দির দায়িত্বে যারা ছিলেন, তারা ভুল করেছিলেন। এমনকি পরীক্ষায় বিতরণ করার আগে সঠিক কোডের প্রশ্ন আছে কি না, সেটাও দেখার কথা ছিল। কিছুই করা হয়নি। এটা সম্পূর্ণ দায়িত্বহীনতা ও অসচেতন কর্মকাণ্ড।”

তিনি বলেন, “ভুল প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বোর্ড থেকেও কমিটি গঠন করা হচ্ছে বলে জানতে পেরেছি।”

ঢাকা/কাঞ্চন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এইচএসস ব তরণ কর পর ক ষ হয় ছ ল

এছাড়াও পড়ুন:

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অফিস সহকারী কাম হিসাব সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমান পাস। এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/ সমমানসহ ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবেন।
বয়স: ২৭ জুলাই তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

২. পদের নাম: নিরাপত্তাকর্মী
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান পাস
বয়স: ২৭ জুলাই তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

৩. পদের নাম: আয়া
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান পাস
বয়স: ২৭ জুলাই তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

অন্যান্য সুবিধা
প্রতিষ্ঠানের নিজস্ব বিধি মোতাবেক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, বিশেষ ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

যেভাবে আবেদন
প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্যসহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনের পর আবেদনপত্রের অনলাইন কপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙিন ছবি আগামী ৩ আগস্টের মধ্যে সরাসরি/ডাকযোগে অত্র প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে।

আবেদন ফি
আবেদন ফি অনলাইন চার্জবাদে ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদনের সময়সীমা
২৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষায় এক পত্রের বদলে আরেক পত্রের প্রশ্ন, থানায় জিডি
  • এইচএসসি পরীক্ষায় রসায়ন প্রথম পত্রে ভালো নম্বর কীভাবে পাবে
  • সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • আজকের আলিম, কারিগরি ও কুমিল্লা বোর্ডের সব পরীক্ষা স্থগিত
  • প্রবেশপত্রে ভুল, সড়কে নেমে প্রতিবাদে শিক্ষার্থী
  • ৩ বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
  • কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
  • বন্যা: কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত